ফিকে হচ্ছে শীতের আমেজ, জেনে নিন কবে বিদায় হচ্ছে শীতঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়ার (weather) খবর থেকে এবার ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। বাড়ছে তাপমাত্রার পারদ। দ্বিতীয় ইঙ্গিন্সের শেষে এবার ব্যাডিংপত্র গোছানোর পালা। ‘আসছে বছর আবার হবে’, এই মনোভাব নিয়ে শীত পাত্তারি গোটাতে শুরু করেছে। শীতপ্রেমীদের আনন্দের দিন আপাতত শেষের পথে।

আজকের আবহাওয়া
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে মূলত রৌদ্রোজ্জ্বল এবং রাতের দিকে পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। গতকালের তুলনায় আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই সামান্য কমতে পারে।

bvkbvbsbs

হাওয়া অফিস সতর্কবার্তা দিয়েছে, এখনই যেন বঙ্গবাসী লেপ -কম্বল তুলে না রাখে। কারণ শেষ বেলায় একটু ঝটকা দিলেও দিতে পারে শীত। তবে রবিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল, তা বেশ ভালো ভাবেই বোঝা যাচ্ছে।

রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে তা উত্তুরে হাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যার কারণেই সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। শীত বিদায়ে এবার আবহাওয়ার খবরে একটু একটু করে নিজের জায়গা বুঝে নেবে ঋতুরাজ বসন্ত। শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।

delhi winters social 2

এবারের শীতের দুই ধাপে দুটো ইনিংস আমরা দেখতে পেয়েছি। প্রথম দিকে বেশ জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার পর, আবারও কিছুদিনের জন্য উধাও হয়ে গিয়েছিল শীত। তারপর শীতের দ্বিতীয় ইনিংসে আবারও কয়েকদিনের জন্য বেশ ঠাণ্ডা অনুভূত হয়েছে। তবে এবার পুরোপুরি বিদায় নেওয়ার মুডে রয়েছে শীত।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর