মৌসুমী বায়ুর প্রভাবে কোন কোন জেলায় হবে বৃষ্টি? আপডেট দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্ক: আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবস্থান করছে। বৃষ্টির সামান্য পূর্বাভাস থাকলেও, গরম কমবে না। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের প্রভাবে, গরমে মানুষজনের প্রাণ ওষ্ঠাগত। সূর্যের তাপে নাজেহাল হয়ে পড়ছে।

বিহারের উপর আরও একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। বাংলার দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এই নিম্নচাপের রেশ অনুভব করা যাবে। আগামী ২৪ ঘন্টায় সেভাবে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলার বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা প্রবল।

rain dhaka 2002211137

আজকের আবহাওয়া
আজ সকাল থেকে আকাশের মুখ ভার না থাকলেও, বৃষ্টির আভাসও পাওয়া যাচ্ছে না। গতকাল বাংলার দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা প্রবল বর্ষণের সম্মুখীন হয়েছিল।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাতেও রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা।

image 179320

বাংলার আবহাওয়া
বৃষ্টির পরিমাণ কমতে শুরু করায় ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। নিম্নচাপের জেরে বাংলার উত্তরে প্রবল বৃষ্টি হলেও, দক্ষিণে তার খুব একটা প্রভাব পড়েনি।

তবে হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমলেও, দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষ ভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই বঙ্গেই আচমকা আকাশ কালো করে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, দার্জিলিং, কোচবিহারে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর