টানা বৃষ্টিতে ভাসছে গোটা বাংলা, এরই মধ্যে বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ টানা বৃষ্টির জেরে নাজেহাল বঙ্গবাসী। এক নাগাড়ে বৃষ্টির জেরে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে শহরতলি কলকাতার বেশকিছু এলাকা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে, বৃষ্টির দাপট ততই বৃদ্ধি পেয়েছে গতকাল। সারাটা দিন সমান তালে বৃষ্টির ধারা অব্যাহত ছিল। তবে আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার থেকে কিছুটা হলেও আবহাওয়ার উন্নতি সম্ভব।

নিম্নচাপের জেরে বাংলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সতর্কতা জারি করা হয়েছিল। বৃষ্টির দাপটে আর্মহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিট, মানিকতলা, সুখিয়া স্ট্রিট, রুবি পার্ক, কালীঘাট, রাসবিহারী, গড়িয়া, এমজি রোড এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তার মাঝে বিকল হয়ে পড়ে গাড়িও। সঙ্গে বিদ্যুৎ পরিষেবাও বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশকিছু এলাকায়।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা31° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা94%
বাতাস18 km/h
মেঘে ঢাকা99%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মেঘলা আকাশ সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘনীভূত হওয়া নিম্নচাপ ক্রমশই পশ্চিমের দিকে সরে যাচ্ছে। যার ফলে আজ থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা সহ শহরতলী এলাকায় আবহাওয়ার উন্নতি হলেও, ভারী বৃষ্টির জেরে পুরুলিয়ায় জারী করা হয়েছে কমলা সতর্কতা।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর