শীঘ্রই বাংলায় হাড়কাপানো শীতের আমেজ অনুভব করার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ আবারও নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আবহাওয়ার (Weather) শিরোনামে ধীরে ধীরে নিজের জায়গা বুঝে নিচ্ছে কনকনে ঠাণ্ডার আমেজ। আগে একবার থাকতে আসলেও, এবার পুরোপুরি ব্যাডিংপত্র নিয়ে বাংলায় জাঁকিয়ে বসার জন্য চলে এসেছে শীত। বুধবার থেকেই পুরোপুরি কনকনে ঠাণ্ডার আমজে টের পাবে বাংলার মানুষ।

প্রবেশ করছে হাড়কাপানো শীতের আমেজ
বেশ কিছুদিন ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব থাকার কারণে বাংলার তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ম্লান হতেই আবারও তাপমাত্রার পারদ নিম্নগামী হতে শুরু করেছে। রবিবারেই নেমেছিল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আজ অর্থাৎ সোমবার আবার কমেছে সর্বোচ্চ তাপমাত্রার পারদ। এইভাবে একটু একটু করে বাংলার আবহাওয়ায় নিজের জায়গা পাকা করে নিচ্ছে কাড়কাপানো শীতের আমেজ।

5c3513283c00001406102489

তৈরি হতে পারে নিম্নচাপও
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় বাংলার উত্তর এবং দক্ষিণবঙ্গে কোন বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার পারদ নিম্নগামী হতে হতে প্রায় ১৫ ডিগ্রির নীচে গিয়ে নামবে। এদিকে আবার, কিছুসময়ের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপও সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে বুধবার নাগাদ এই নিম্নচাপ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আজকের আবহাওয়া
এদিকে সোমবার সকাল থেকে কলকাতা শহরে অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও বেশি ঠাণ্ডা অনুভব করা যাচ্ছে। সকালে কাজের শুরুতেই গরম পোশাক পড়ে নিয়েছেন অনেকেই। রবিবার থেকেই তাপমাত্রা অনেকটা নামার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস।

weather

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছেন, বাংলার আকাশে সকালের দিকে মূলত আবছা আকাশ থাকবে এবং রাতের দিকেও আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভোরের দিকে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নগামী থাকছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর