এক ঝটকায় নেমে যাবে ৫ ডিগ্রি তাপমাত্রা, বড়োসড়ো আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ শহর জুড়ে বেশ ঠাণ্ডা অনুভূত হতে শুরু করে দিয়েছে। ধীরে ধীরে আবহাওয়ার (Weather) শিরোনামে জায়গা করে নিচ্ছে ঠাণ্ডা বাতাস। হেমন্তের শুরু থেকেই বেশ ঠাণ্ডার আমেজ পেতে শুরু করেছে শহরবাসী। ইতিমধ্যেই রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমতে শুরু করে দিয়েছে।

ইতিমধ্যেই রাস্তা ঘাটে ভোরতে এবং রাতে শিশির পড়তে শুরুও করে দিয়েছে। সকালে মর্নিং অয়ার্ক এবং রাতে অফিস ফেরত মানুষজনের গায়ে হালকা গরম জামাও দেখা দিচ্ছে। এই ঠাণ্ডার মধ্যেই আবার উত্তরের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

আজকের আবহাওয়া
শহরের আকাশে রোদ উঠেছে সাদা মেঘের ফাঁকা দিয়ে। রোদের তীব্রতা আগের মতন না থাকলেও, বেশ একটা মনোরম আবহাওয়া (Weather) বিরাজ করছে। বাংলার দক্ষিণ দিকে বর্তমানে আর বৃষ্টির কোন পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস। এবার থেকে আগামী ২-৩ মাস জাঁকিয়ে বসবে হাড়কাপানো ঠাণ্ডা।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে সকালের তাপমাত্রা একটু বেশি থাকলেও, রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা ৫ ডিগ্রি কমে যেতে পারে। । আজ আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আকাশে সকালের দিকে মূলত আবছা থাকবে এবং রাতের দিকেও আবছা আকাশ থাকার সম্ভবনা রয়েছে।

পড়তে পারে হাড়কাপানো ঠাণ্ডা
বর্তমান সময়ে বাংলার আবহাওয়া প্রচন্ড দাবদাহ, প্রবল বৃষ্টিকে পার করে কনকনে ঠাণ্ডার দিকে এগোচ্ছে। হাওয়া অফিসের আশঙ্কা, চলতি বছরে এমন ঠাণ্ডা অনুভুত হতে চলেছে, যা বিগত ৫৮ বছরেও মানুষ অনুভব করেনি। হাড়কাপানো ঠাণ্ডার জন্য আগাম প্রস্তুতি নেওয়ার পূর্বাভাস সিয়েছে আবহাওয়াবিদরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর