ঘূর্ণিঝড় নিম্নচাপ পেরিয়ে এবার পালা কনকনে ঠান্ডার, কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত? জানালো আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ ডিসেম্বর শুরু হয়ে গেলেও, জাঁকিয়ে শীতের সেভাবে পাত্তাই পাওয়া যাচ্ছিল না। ঘূর্ণিঝড়, নিম্নচাপ পেরিয়ে এবার সময় হয়েছে কনকনে ঠান্ডার আগমনের। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, শীতের আমেজ শুধু নয়, ১১ ই ডিসেম্বর থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে।

শনিবার থেকেই জাওয়াদের প্রভাবে নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। রবিবার এবং সোমবার সারাদিন সেসব পেরিয়ে এবার বাংলাদেশের দিকে এগিয়ে গিয়েছে জাওয়াদ। বাংলায় এবার ফিরতে চলেছে স্বাভাবিক পরিস্থিতি। তবে সোমবার সকাল থেকে বৃষ্টির দেখা না মিললেও, আকাশের মুখ কিছুটা ভার হয়ে রয়েছে।

weather c79181e0 da45 11e6 bfdf 9650955a20b7

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা27° C
সর্বনিম্ন তাপমাত্রা21° C
আদ্রতা90%
বাতাস11 km/h
মেঘে ঢাকা39%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আংশিক রৌদ্রোজ্জ্বল এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

1448613385 10 photos that will make you fall in love with delhi winters

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
সোমবার সকাল থেকে বৃষ্টি না হলেও, কিছুটা মেঘলা পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে হাওয়া অফিস জানিয়েছিল, আজ থেকেই আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোতে এগোতে কনকনে ঠান্ডা পড়ার দিকে এগোচ্ছে আবহাওয়া। লেপ, কম্বল অনেক দিন আগে বেরিয়ে গেলেও, এবার সময় পিঠে পুলি খাওয়ার।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল ও রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর