২৪ ঘন্টায় বদলে যাবে আবহাওয়া, তৈরি হবে নিম্নচাপ, সতর্কতা জারি আবহাওয়া দফতরের

বাংলাহান্ট ডেস্কঃ নিম্নচাপের ভ্রুকুটি পেরিয়ে বাংলার আকাশে সুন্দর রোদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, শনিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ফের আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওড়িশায়। মঙ্গলবার অবধি বাংলার দক্ষিণের আকাশে থাকবে হালকা মেঘ এবং মাঝারি বৃষ্টি হতে দেখা যাবে। তবে আজ থেকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা32 ° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা91%
বাতাস8 km/h
মেঘে ঢাকা93%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

todays Weather report 7 th july of west Bengal

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
নিম্নচাপের ভ্রুকুটি পেরোতে না পেরোতেই সাগরে আরও একটি নিম্নচাপ দানা বাঁধতে শুরু করেছে। যার কারণে সমুদ্রের মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় পূর্বের মতই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফিরে আসতে বলা হয়েছে মৎস্যজীবীদের। তবে পূর্বেকার নিম্নচাপ সরে যাওয়ায়, আজ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানা গিয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর