স্বাধীনতা দিবসে ভিজতে চলেছে বাংলা, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ আজকের আবহাওয়ার (Weather today) আপডেট জানাচ্ছে, স্বাধীনতা দিবসের (Indian Independence Day) দিনই বৃষ্টি সংকুল থাকবে বাংলার আবওহাওয়া। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সাথে জোট বেঁধেছে ঘূর্ণাবর্ত। যার ফলে বাংলায় আজ থেকে টানা তিনদিন রয়েছে প্রবল বৃষ্টির আশঙ্কা।

Rain 13

উত্তরের পরিস্থিতি
দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ আর কিছুক্ষণের মধ্যেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে পরবর্তীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পেরিয়ে রবিবার থেকে আবারও ভারী বৃষ্টিপাতের আগাম সতর্কতা জানাচ্ছে আবহাওয়া দফতর।

Kolkata weather

আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে শহরের আকাশে ঝলমলে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে বেলার দিকে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাতাসে আদ্রতার পরিমাণ বেশিই থাকবে।

Rain 1 5

দক্ষিণের আবহাওয়া
কিছু সময়ের মধ্যেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখানেই থামবে না বৃষ্টি। আবারও আগামী দিনে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে প্রবল বর্ষণের আভাষ দিচ্ছে হাওয়া অফিস। সেইসঙ্গে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃষ্টির বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

dfgas

সতর্ক বার্তা
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে, আজ এবং আগামীকাল সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষদের জন্য সতর্কবার্তা জারী করা হয়েছে। সেইসঙ্গে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর