কলকাতাসহ বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসছে জোর বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গেও এবার শুরু হয়েছে আবহাওয়ার (Weather) টেস্ট ম্যাচ। বৃষ্টি চলবে বেশ কয়েকদিন ধরেই। রেহাই মিলবে ভ্যাপসা গরমের হাত থেকে। জুন জুলাই পেরিয়ে গেলেও আবহাওয়ার মুখ ভার ছিল, বৃষ্টির দেখা ছিল না। তবে আগস্টের শুরু থেকেই বৃষ্টির মুখোমুখী হয়েছে কলকাতাবাসী।

এযেন দীর্ঘ প্রতিক্ষার পর অবসান।  বৃষ্টি শুরু হয়েছে বাংলার দক্ষিণবঙ্গেও। নিম্নচাপের জেরে চালু হওয়া এই বৃষ্টি আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের আকার নেবে।

rain kolkata 1

আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনভোর কখনও হালকা, কখনও আবার ভারী বৃষ্টির দেখা পাওয়া যাবে। তবে বজ্রপাতেরও আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।

দক্ষিণের আবহাওয়া
নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের ফলে বাংলার পূর্ব এবং পশ্চিম দুই দিকেই জারী রয়েছে বৃষ্টি। কলকাতার পাশাপাশি বৃষ্টি হচ্ছে গুজরাত ও মহারাষ্ট্রেও। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা,উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির আভাষ দিচ্ছে আবহাওয়া দফতর।

বষট

বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল হওয়ার কারণে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা জারী করা হয়েছে। সেইসঙ্গে মৎস্যজীবীদের জন্য জারী করা হয়েছে হাই অ্যালার্ট।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর