একঘেয়ে গল্পের জের! ‘তোমাদের রানী’র স্লট আসতেই চিন্তায় ‘অনুরাগের ছোঁয়া’ ভক্তরা

বাংলা হান্ট ডেস্ক : স্টার জলসার (Star Jalsha) পর্দায় চলছে রদবদল। শুরু হয়েছে পুরনোদের সরিয়ে নতুন সিরিয়ালের তোড়জোড়। যারমধ্যে একটি হল ‘তোমাদের রানী’ (Tomader Rani)। দর্শকরা বহুদিন থেকেই এই সিরিয়ালটির টাইম টেবিল জানার জন্য মুখিয়ে ছিল। অবশেষে চ্যানেলের তরফ থেকে মিললো বড় আপডেট। জানা যাচ্ছে, এই একটি সিরিয়ালের জন্য তিন তিনটি সিরিয়ালের ভাগ্য বদলাতে চলেছে।

‘তোমাদের রানী’ সিরিয়ালের গল্প কিন্তু বেশ ইন্টারেস্টিং। সন্তানসম্ভবা রানী গর্ভে সন্তানকে নিয়েই মেডিকেল পরীক্ষা দিতে আসে। স্বামী তো সাথ দেইইনি উল্টে বিদ্রুপ করতেও ছাড়েনি। এমন পরিস্থিতিতে পরীক্ষায় পাশ করা সত্যিই তার কাছে বড় চ্যালেঞ্জ। এরপর সন্তানকে কোলে নিয়ে রেজাল্ট চেক করতে এসে জানতে পারে যে সে পাশ করেছে।

একদিকে কেরিয়ার অন্যদিকে সন্তান ও সংসার__সবকিছু কিভাবে সামলাবে রানী? সিরিয়ালের প্রোমোতে এমনটাই দেখানো হয়েছিল। এমনকি কিছুটা অনুরাগের ছোঁয়ার সাথে মিল-ও খুঁজে পেয়েছিল দর্শকরা। দর্শকরা তো ধরেই নিয়েছিলেন যে, তোমাদের রানী আসা মাত্রই প্রাইম টাইমের স্লট পাবে‌। অনেকেই ভাবছিলেন যে, এবার হয়ত অনুরাগের ছোঁয়া’রই স্লট বদলাবে।

আরও পড়ুন : দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে ঠুমকা শাহরুখের! ট্রেলার রিলিজের আগে মুক্তি পেল জওয়ানের গান

তবে জানিয়ে দিই, এই চিন্তা অমূলক। অনুরাগের ছোঁয়া নয় বরং রামপ্রসাদ (Ramprasad) -র জায়গা ছিনিয়ে নিয়ে সেই জায়গাতে আসছে এই নতুন সিরিয়াল। সব্যসাচী চৌধুরীর এই সিরিয়াল টিআরপি-তে ভালো ফলাফল করলেও নতুন সিরিয়ালকে তো একটা স্লট ছেড়ে দিতেই হত। তাহলে ‘রামপ্রসাদ’র কী হবে?

আরও পড়ুন : থামছেনা ‘গদর ২’র জলবা, শাহরুখের পাঠানকে হারিয়ে নয়া রেকর্ড গড়ল সানি দেওল

টেলিপাড়ার খবর, আগামী ৪ ঠা সেপ্টেম্বর থেকে সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটার সময় স্টার জলসাতে সম্প্রচারিত হবে তোমাদের রাণী। আর রামপ্রসাদ চলে যাবে গুড্ডির স্লটে। হ্যাঁ, অবশেষে দর্শকদের ইচ্ছে মেনে বন্ধ হচ্ছে ‘গুড্ডি’ (Guddi)। বহুদিন ধরেই এই সিরিয়ালটি বন্ধ হওয়ার জল্পনা চলছিলো।আর অবশেষে তা সত্যি হয়েও গেল।

আরও পড়ুন : শাহরুখের জন্য সবকিছু, সকাল ৬ টায় বিশেষ স্ক্রিনিং-র ব্যবস্থা এই থিয়েটারে! ইতিহাস গড়ল ভক্তরা

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

 

তবে এসবের মাঝেই চিন্তার ভাঁজ পড়েছে ‘অনুরাগের ছোঁয়া’র ভক্তদের কপালে। কারণ ইতিমধ্যেই ঘাড়ে নিশ্বাস ফেলছে ‘ফুলকি’ ও ‘জগদ্ধাত্রী’। তার উপর এই নতুন সিরিয়াল সূর্য দীপাকে না টেক্কা দিয়ে দেয়। কারণ নেটিজনদের মতে, অনুরাগের ছোঁয়া’র গল্পে আর তেমন দম নেই। ভালো স্ক্রিপ্ট এলেই আসন ধরে রাখতে মুশকিলে পড়ে যাবে সূর্য-দীপা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর