আগামীকাল সর্বোচ্চ হতে চলেছে তাপমাত্রা

 

বাংলা হান্ট ডেস্ক :- ফের রাজ্যে তাপ সঞ্চালন এর সতর্কবার্তা মোট ৮টি জেলায়। তারমধ্যে সাতটি জেলাই হতে চলেছে জেরবার এবং সবকটি পশ্চিমাঞ্চলের। এদিন শুক্রবার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রিরও ওপরে। গত রবিবারের পর থেকেই রাজ্যের তাপমাত্রা ক্রমশ বেড়ে চলেছে।

 

আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আগামীকাল এই তাপমাত্রা আরও বেড়ে ৪৫ ডিগ্রি হতে পারে। এখানকার স্কুল-কলেজ পড়ুয়া ও অফিস যাত্রীরা রীতিমত বাইরে বেরোবার আগে ছাতা হাতে বেরোচ্ছেন না। একটু বেলা বাড়ার সাথে সাথেই এক অসহ্যরকমের অস্বস্তি ক্রমশ গ্রাস করছে আমাদের৷ বৈশাখ এখনও শেষ হয়নি৷ বাকি আছে জৈষ্ঠ‍্য।তাপমাত্রা আরও বাড়তে পারে এটিই এদিন জানা গেল।

6203e hot

স্বাভাবিক ভাবেই রাজ‍্যের পশ্চিমাঞ্চলের মানুষ গরম থেকে স্বস্তি পেতে বৃষ্টির মুখাপ্রেক্ষী। এদিন আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে বীরভূম, পুরুলিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সহ রাজ‍্যের পশ্চিমাঞ্চলের সব জেলাতেই।

সম্পর্কিত খবর