দেখে নিন বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকায় ভারতের কোন এয়ারপোর্টগুলি রয়েছে ?

 

বাংলা হান্ট ডেস্ক: দিন দিন বিমান যাত্রীর সংখ্যা বেড়েই চলেছে গোটা পৃথিবীতে৷ বিমানবন্দরগুলিও যথেষ্ট উন্নত হচ্ছে দিন দিন৷ এ ব্যাপারে ভারতের বিমানবন্দরগুলিও উঠে পড়ে লেগেছে। তারা যে খুব পিছিয়ে, তা নয় ৷ কিন্তু যাত্রীসংখ্যা, উপস্থাপনা, আয়োজন, বিমানবন্দরের আর্কিটেকচার, সুযোগ-সুবিধাগুলি যদি যাচাই করে দেখা যায়, তাহলে এ বছরও বিশ্বের সেরা বিমানবন্দরগুলির তালিকায় প্রথম ৫০-এ জায়গা হয়নি ভারতের কোনও এয়ারপোর্ট এর ই ৷ তবে সেরা ১০০-র তালিকায় ঢুকে পড়েছে ভারতের চারটি মেট্রো শহরের বিমানবন্দর৷ ব্রিটেনের সংস্থা  Skytrax সম্প্রতি ২০১৯ এর বিশ্বের সেরা ১০০টি বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে ৷

 

বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় এ বছরও সব থেকে উপরের স্থান ছিনিয়ে নিয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর৷ এই নিয়ে টানা সাতবার বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা পেতে সফল সিঙ্গাপুরের চাঙ্গি৷ এই বিমানবন্দরের রুফটপ সুইমিং পুল কেড়ে নিয়েছে সবার মন, দেখে মুগ্ধ গোটা বিশ্বই ৷ ইন্টিরিয়র ও সুযোগ-সুবিধার বিচারে সিঙ্গাপুরকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা খুব কম বিমানবন্দরের ই আছে ৷ এই বিমানবন্দরে রয়েছে ২৪ ঘণ্টার সিনেমা হল এবং শপিংয়ের জন্য রয়েছে অসাধারণ সব জায়গা৷

সিঙ্গাপুর ছাড়া বিশ্বের সেরা ১০টি বিমানবন্দরের তালিকায় বাদবাকিগুলি হল টোকিয়োর হানেদা, সিওলের ইনচিওন, দোহার হামাদ, হংকং, সেন্ট্রেয়ার নাগোয়া, মিউনিখ, লন্ডনের হিথরো, টোকিওর নারিতা এবং জুরিখ বিমানবন্দর ৷

 

বিশ্বের সেরা ৫০টি এয়ারপোর্টের তালিকায় না থাকলেও সেরা ১০০-র তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের চারটি বিমানবন্দর ৷ যার মধ্যে সেরা অবশ্যই দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর ৷ তালিকায় ৫৯ নম্বরে রয়েছে এই বিমানবন্দর ৷ গতবছর ছিল ৬৬ নম্বরে ৷

 

এরপর ভারতের অন্যতম সেরা এবং ব্যস্ত বিমানবন্দর মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর জায়গা করে নিয়েছে ৬৪ নম্বরে ৷তালিকায় দু’ধাপ পিছনে রয়েছে হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর ৷ জয়াগা করে নিয়েছে ৬৬ নম্বরে।

 

এরপর গত বছর ৬৫ নম্বরে থাকা বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর জায়গা করে নিয়েছে ৬৭ নম্বরে ৷কলকাতার মানুষদের জন্য খবর খারাপ  ৷ এ বছরও প্রথম ১০০-এ জায়গা করে নিতে পারেনি নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর ৷

সম্পর্কিত খবর