বিজেপি শাসনে বেড়েই চলেছে রেল দুর্ঘটনা, সমালোচনায় কেন্দ্র

বাংলা হান্ট ডেস্ক: বিজেপির শাসনাবস্থায় বিগত তিন বছরে রেল দুর্ঘটনা তিনগুণ বেড়েছে দেশে। সরকারি তথ্য এমনটাই বলছে সরকারি তথ্য।

   

শুক্রবার কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল একটি রিপোর্ট জমা দিয়েছেন সংসদে, তাতে বলা হয়েছে ২০১৫-১৬ সালে ২০টি রেল দুর্ঘটনা ঘটেছিল দেশে। কিন্তু ২০১৬-১৭-এ তা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৩৪। এবার এসব কে ছাপিয়ে গেছে ২০১৮-১৯ সালে ভারতে রেলদুর্ঘটনার সংখ‍্যা, যা বেড়ে হয়েছে ৫৯। এতে প্রমান হচ্ছে, বিগত তিন বছরে প্রায় তিন গুণ বেড়েছে রেলদুর্ঘটনা।

রেলমন্ত্রীর জানিয়েছেন, এই ৫৯টি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দেখা গেছে, অন্তত ১৭টি ক্ষেত্রে প্রধান কারণ ছিল রেললাইনের ত্রুটি, যার জেরেই ঘটে দুর্ঘটনা। তিনি স্বীকার করেছেন রেলের এই গাফলতির কথা, এবং প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে রেলযাত্রীদের সুরক্ষা ব্যবস্থা কে। দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেবে সরকার।

সম্পর্কিত খবর