৩১ মে পুরো ভারত জুড়ে বন্ধ থাকবে ভারতীয় রেল! বড় ঘোষণা করলো স্টেশন মাষ্টাররা

বাংলাহান্ট ডেস্ক : আগামী ৩১ মে একযোগে বন্ধ হতে চলেছে দেশের সমস্ত ট্রেন (Indian Railways)। কেন্দ্রীয় রেল মন্ত্রক অবিলম্বে পদক্ষেপ না নিলে যে বড়সড় সমস্যায় পড়তে চলেছেন আপামর দেশবাসী তা বলাই বাহুল্য। আগামী ৩১ মে ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের সমস্ত স্টেশন মাস্টার। রেলওয়ের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ এনে একযোগে রেলকে নোটিশ ধরিয়েছেন দেশের ৩৫ হাজারেরও বেশি স্টেশন মাস্টার। সেই নোটিশে আগামী ৩১ মে ধর্মঘটের কথা স্পষ্ট ভাবেই জানিয়েছেন তাঁরা।

সর্বভারতীয় স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ধনঞ্জয় চন্দ্রত্রে বলেন, ‘সরকার স্টেশন মাস্টারদের কোনও দাবিই শুনছে না। সারা দেশে ৬ হাজারেরও বেশি স্টেশন মাস্টার পদ শূন্য পড়ে রয়েছে। এই পদগুলিতে নিয়োগ করছে না রেলওয়ে। বর্তমানে দেশের প্রায় অর্ধেক স্টেশনেই মাত্র ২ জন করে স্টেশন মাস্টার রয়েছেন। যা ভয়াবহ সমস্যার সৃষ্টি করছে। স্টেশন মাস্টারদের কাজের শিফট ৮ ঘন্টার হলেও এই কর্মী ঘাটতির জন্য ১২ ঘন্টা করে কাজ করতে হচ্ছে তাঁদের।’

তিনি আরও জানিয়েছেন, ‘কোনওদিন একজন স্টেশন মাস্টার ছুটি নিলে অন্য স্টেশন থেকে কর্মীদের ডাকতে হচ্ছে কোনও মতে কাজ সামাল দেওয়ার জন্য। নির্দিষ্ট কাজের অনেক বেশি কাজ করানো হচ্ছে স্টেশন মাস্টারদের দিয়ে। অবিলম্বে স্টেশন মাস্টার পদে নিয়োগ করতে হবে সরকারকে। না হলে একযোগে ধর্মঘটের ডাক দিতেই বাধ্য হবেন সবাই।’ স্টেশন মাস্টারদের দাবীর তালিকা ইতিমধ্যেই রেলওয়ে বোর্ডের সিইওর কাছে পাঠানো হয়েছে বলেই জানিয়েছেন ধনঞ্জয়।

এই ধর্মঘটের সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি বলেই দাবি স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের। দীর্ঘদিন ধরে বহু চেষ্টাতেও কোনও ফল না হওয়াতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এমনটাই দাবি তাঁদের। এর আগেও ২০২০ সালে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে প্রতিবাদ এবং বিক্ষোভ দেখান স্টেশন মাস্টাররা। কিন্তু বলাই বাহুল্য তারপর মাঝে প্রায় ২ বছর কাটলেও সমাধান হয়নি সমস্যার। ফলে এবার তাই আগামী ৩১ মে ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের সমস্ত স্টেশন মাস্টাররা। রেল অবিলম্বে পদক্ষেপ না নিলে যে সত্যিই বড়সড় ঝামেলার মুখে পড়তে চলেছেন যাত্রীরা তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর