বাংলা হান্ট ডেস্ক: Banglahunt বর্তমানে ১০ টিরও বেশি সংবাদ প্ল্যাটফর্মের সাথে সহযোগিতা করে (যেমন Google News, Daily hunt, Jio News, UC News ইত্যাদি)। বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গে ১০ কোটি মানুষের আস্থা অর্জন করেছে Banglahunt। বর্তমানে রাজ্য থেকে রাজনীতি, খেলার দুনিয়া থেকে মার্কেট জগতের খবরের জন্য প্রতিটি মানুষের চোখ থাকে এই নিউজ প্ল্যাটফর্মের উপর।
ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে TreasureNFT:
অপরদিকে, ধীরে ধীরে ভারতবর্ষ সহ গোটা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করছে TreasureNFT। কোটি কোটি মানুষের ইনকামের পথ প্রস্তুত করেছে এই সংস্থাটি। Web3 প্ল্যাটফর্ম জগতে বিশ্ববাসীর ভরসার নাম হল TreasureNFT। এমতাবস্থায়, বর্তমানে Banglahunt ও TreasureNFT-র Advertisement Cooperation সবার মধ্যে খুশির হাওয়া নিয়ে এসেছে।
TreasureNFT, Web3 প্ল্যাটফর্ম, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তম ডিজিটাল মিডিয়া নিউজ নেটওয়ার্ক BanglaHunt Digital Media Pvt Ltd-এর সাথে আনুষ্ঠানিকভাবে Advertisement Cooperation করেছে। যার ১০ মিলিয়নেরও বেশি ফলোয়ার্স এবং ১৫০ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
এমতাবস্থায়, BanglaHunt-এর মতো নিউজ প্ল্যাটফর্মের শক্তিশালী উপস্থিতির মাধ্যমে NFT জগতে TreasureNFT-এর Web3 রেভিনিউ প্ল্যাটফর্মের শক্তিশালী উপস্থিতি বর্তমান বাজারে আধিপত্য বিস্তার করবে এবং ব্যবহারকারীদের কাছে একটি নতুন ডিজিটাল সম্পদের অভিজ্ঞতা নিয়ে আসবে।
আরও পড়ুন: “লাল হলুদ ঢলছে….”, টুটু বসুর বিদ্রুপের কড়া প্রতিক্রিয়া দেবব্রতর! ডার্বির আগেই উত্তপ্ত আবহাওয়া
অতীতে একাধিক প্রোমোশনের পাশাপাশি গত বছর শেষের দিকে Banglahunt Social Summit অনুষ্ঠানের Co-partner হিসেবে Banglahunt-এর সাথে ডিজিটাল মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ করে TreasureNFT। ভবিষ্যতেও একাধিক স্থানে Advertisement পার্টনার হিসেবে কাজ করবে তারা।
TreasureNFT-র পক্ষ থেকে বাংলা সহ ভারতবর্ষের সকল মানুষকে আহ্বান জানানো হচ্ছে। আজই TreasureNFT-তে যোগ দিন, NFT সংগ্রহ বা বিক্রি করুন এবং আপনার Web3 উপার্জনের যাত্রা শুরু করুন।
আরও পড়ুন: ব্যাঙ্কগুলিকে প্রতিদিন গ্রাহকদের দিতে হবে ১০০ টাকা! নির্দেশ জারি RBI-র, কারণ জানলে হবেন খুশি
যোগাযোগের তথ্য:
শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট: https://treasurenft.xyz/
অফিসিয়াল ইমেল: Support@treasurenft.xyz
সোশ্যাল মিডিয়া: https://t.me/TreasureNFT
ভারতীয় NFT সম্প্রদায়: https://t.me/+rsdqvfuxbGo3M2Zh
Banglahunt Social Media: https://www.facebook.com/profile.php?id=100066498740619&mibextid=ZbWKwL
YouTube: https://youtube.com/@banglahuntofficial?si=hlTMcxKZRROvU1y5