তৃণমূল বিজেপির ব্যাপক সংঘর্ষ হালিশহরে, ভেঙে চুরমার হয়ে গেল অর্জুন সিংয়ের গাড়ি

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে কিছুদিন মিলমিশ থাকলেও, ফের বাংলায় (West bengal) তৃণমূল (All India Trinamool Congress) বিজেপি (Bharatiya Janata Party) সংঘাত তুঙ্গে। রাজনৈতিক প্রতিদ্বন্ধিতার ছাই চাপা আগুন এবার ধীরে ধীরে প্রকাশ বাড়ছে। আসন্ন নির্বাচনে নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে দলের মধ্যে বাড়ছে চাপানউতোর।

অর্জুন সিং-এর উপর হামলা
গেরুয়া সবুজ শিবিরের সংঘর্ষের জেরে এবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগণার হালিশহর। হামলার অভিযোগ উঠল বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)-এর উপর। সেই সঙ্গে তাঁর গাড়ি ভাংচুরেরও। স্থানীয় তৃণমূল বাহিনীর উপরই গিয়ে পড়ল অভিযোগের তীর।

arjun 2

সংঘর্ষ চলে গেরুয়া সবুজ শিবিরে
রবিবার রাতে দলের প্রতিষ্ঠাতা শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন নিয়ে কিছু আলোচনা প্রসঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে হালিশহরের বলদেঘাটায় প্রাক্তন উপ-পুরপ্রধান রাজা দত্তের বাড়িতে গিয়েছিলেন অর্জুন সিং। সঙ্গে ছিলেন তাঁর দেহরক্ষীরাও। অভিযোগ এই সুযোগে স্থানীয় সবুজ বাহিনী অর্জুন সিং এবং তাঁর দেহরক্ষীদের গাড়িতে ভাঙচুর চালায় এবং বেশ কয়েকটি বাইকে আগুন ধরিয়ে দেয়। এমনকি বোমাবাজি চলে বেশ কিছুক্ষণ ধরে।

জ্বলল পার্টি অফিস
রণক্ষেত্রের আকার নেয় হালিশহর। অভিযোগ উঠেছে তৃণুমূলকে পাল্টা জবাব দিতে স্থানীয় যুব তৃণমূলের একটি পার্টি অফিসেও আগুন ধরিয়ে দেয় গেরুয়া সমর্থকরা। ঘটনার পরবর্তীতে অর্জুন সিং অভিযোগ করেছেন, তাঁর এবং তাঁর দেহরক্ষীদের মোট তিনটি গাড়ি ভাঙচুর করেছে তৃণমূল এবং সবুজ সমর্থকরা। এমনকি পুলিশও তাঁর সাথে অশ্লীল ভাষায় কথা বলে দুর্ব্যবহার করেছে।

TMC BJP

উত্তপ্ত হালিশহর
ঘটনা প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, “বিজেপি হিংসার নোংরা রাজনীতি করে আমাদের পার্টি অফিসে আগুন ধরিয়ে দিয়েছে।” ঘটনার পরবর্তীতে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে অর্জুন সিং-এর নিরাপত্তাও।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর