মন দিয়ে টাকা গুনছেন গ্রাম প্রধানের স্বামী! ভিডিও ভাইরাল হতেই বিপাকে তৃণমূল

বাংলা হান্ট ডেস্ক : তুলকালাম রাজ্য। প্রধানের স্বামী বান্ডিল বান্ডিল নোট গুণছেন! এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দাবি করা হয়, স্বরূপনগর (Swarup Nagar) ব্লকে চারঘাট গ্রাম পঞ্চায়েত প্রধান বাসন্তী বিশ্বাসের স্বামী রঞ্জন বিশ্বাসও টেট দুর্নীতির সঙ্গে জড়িত।

এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। এই অবস্থাতেই অভিযুক্ত দাবি করেন, ওই টাকা টেট দুর্নীতির নয়! দলের ভাবমূর্তি খারাপ করার জন্য এই সমস্ত করা হয়েছে। রঞ্জন বিশ্বাস জানান, ‘অফিস থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, সেই টাকাই গুণছিলাম আমি।’

তাঁর অভিযোগ, ওই টাকা গোনার সময় মাজার আলি সহ আরও কয়েকজন গোপনে ওই ভিডিও (Viral Video) তুলে তাঁর এবং দলের বদনাম করার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করে বলেন, পৈতৃক সম্পত্তির ৬ শতক জমি রঞ্জনবাবুর মায়ের কাছ থেকে জোর করে লিখিয়ে নিয়েছেন মাজার । সেই দলিলে উল্লিখিত টাকাও দেননি।

tmc flag

এরই মধ্যে মাজারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রঞ্জনবাবুর মা সুষমা দেবী। তাই নিয়ে কোর্টে মামলা চলছে। আদালত ওই জমির উপর ইনজাংকশন জারি করেছে বলে খবর।

রঞ্জন জানান, বৃহস্পতিবার সকালে মাজার ও তাঁর দলবল জোর করে জমি দখল করতে যান। ঘটনাস্থলে বাধা দিতে গেলে রঞ্জনবাবুর মাকে ধাক্কা মারেন। তাতে বৃদ্ধা মাটিতে পড়ে যান। এরপরই গুরুতর আহত হয়ে স্বরূপনগর থানায় মাজারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সুষমাদেবী। ঘটনা ঘিরে স্বরূপনগর থানার পুলিস তদন্ত শুরু করেছে।

এই প্রসঙ্গে মাজার আলি আবার পালটা অভিযোগ করেন। তিনি বলেন, টেটে চাকরি দেওয়ার নাম করে এলাকার বহু যুবকের কাছ থেকে টাকা নিয়েছেন রঞ্জন। সেই টাকাই চাইতে গেলে রঞ্জনবাবু সকলকেই ঘোরাচ্ছিলেন। তাই তাঁর বাড়িতে গিয়েছিলেন মাজাররা। এরপর রঞ্জনের মা বাড়ি বন্ধক রেখে ওই টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। একথা আগেই সকলের সামনে হয়েছিল। নিজের দোষ ঢাকতেই রঞ্জনবাবু এখন জমি হাতিয়ে নেওয়ার অজুহাত দিচ্ছেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর