‘টাকা দিয়ে ঢুকে পড়লেই হল…’, প্রাথমিকের চাকরি নিয়ে বিস্ফোরক সৌগত, চরম অস্বস্তিতে তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ গতবছর থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) তোলপাড় ফেলে দিয়েছে গোটা রাজ্যে। কেলেঙ্কারির অভিযোগে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বহুজনা। দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে একের পর এক তৃণমূল নেতার। যা নিয়ে বেজায় অস্বস্তিতে রাজ্যের শাসকদল। এই আবহেই এবার তৃণমূল সাংসদ সৌগত রায়ের (TMC MP Sougata Roy) মন্তব্যে শোরগোল রাজ্যে।

নিয়োগ কেলেঙ্কারির জন্য ঘুরিয়ে শিক্ষকদেরই কাঠগড়ায় তুললেন সৌগত রায়। আর এই প্রেক্ষিতে তার করা মন্তব্যে এখন তোলপাড় রাজ্য। ঠিক কী বললেন TMC সাংসদ? দুর্নীতি প্রসঙ্গে নেতা বলেন, ‘শিক্ষাকে কেউ আর মিশন হিসেবে নেন না। জীবনের লক্ষ্য হিসেবে নয়, পেশা হিসেবে নেন।’

   

অধ্যাপকের কথায়, ‘কেউ কোনও চাকরি পাচ্ছে না তাই শিক্ষকতা। সে জন্য প্রাথমিকে চাকরি পেতে এত পরিমাণ দুর্নীতি। টাকা দিয়ে একবার চাকরিতে ঢুকে পড়তে পারলেই কম কাজ, মাইনে বেশি। তবে এই দুর্নীতি কোনও অংশেই সমর্থন করা যায় না।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘এই ব্যাপারে যা ব্যবস্থা হচ্ছে আইনত হোক’।

আরও পড়ুন: ‘কয়েক জনকে ধরছেন, বাকিরা তো আকাশে উড়ছে’! ফের আদালতের প্রশ্নের মুখে CBI

তবে এখানেই শেষ নয়! নিজে একজন শিক্ষক হয়ে শিক্ষকদের তোপ দেগে তিনি আরও বলেন, ‘কমিউনিস্টদের জিজ্ঞাসা করেছিলাম দাদা আপনারা বাস জ্বালান কেন? বলল না শিক্ষকদের মাইনে না বাড়লে শিক্ষা ভালো হবে না। এখন শিক্ষকদের মাইনে তো বেড়েছে ….. ছেঁড়া জামা থেকে এখন টেরিলিনের শার্ট হয়েছে। তবে প্রশ্নটা হল শিক্ষা কি অতো ভালো হয়েছে?”

sougata roy m

আরও পড়ুন: DA আন্দোলনের মাঝেই সুখবর! শীঘ্রই বেতন বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের, খুশি সকলে

সৌগতবাবুর কথায়, ‘শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, কতটা সময় শিক্ষকরা দিচ্ছে। এই প্রশ্নটা আমাদের নিজেদের করতে হবে।’ উত্তর দমদমে শিক্ষক দিবস অনুষ্ঠানে এসে ঠিক এমনই মন্তব্য করেন সাংসদ সৌগত রায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর