বিজেপি করার অপরাধে আমার ছেলেকে ফাঁসিয়েছে তৃণমূল: কান্নায় ভেঙে পড়লেন বিজেপি নেতা সজল চক্রবর্তীর মা

বাংলাহান্ট ডেস্কঃ ফের বিজেপি (BJP) কর্মীকে গ্রেপ্তারের জন্য আঙ্গুল উঠল তৃণমূলের (TMC) দিকে। গ্রেপ্তার বিজেপি কর্মীর মা অভিযোগ জানায় ছেলে বিজেপি করে বলে তৃণমূল নেতারা মিথ্যে মামলা করে ছেলেকে ফাঁসিয়েছে। চন্দননগরের (Chandanagar) বিজেপি নেতা সজল চক্রবর্তীকে (Sajal Chakraborty) গ্রেপ্তার করে পুলিশ।

   

 

কান্নায় ভেঙে পড়লেন এই বিজেপি নেতার মা। তাঁর দাবী, ‘আমার ছেলে বিজেপি করে। তাই তৃণমূল চক্রান্ত করে ফাঁসিয়ে, মিথ্যে মামলা করে আমার ছেলের বিরুদ্ধে। তারপর পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে যায়’। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। তৃণমূলের বিরুদ্ধের ওঠা এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কর্মীরা।

রবিবার শহীদ মিনার চত্বরে অমিত শাহের(Amit Shah) সভা হয়েছিল।সেখানে উপস্থিত ছিল  বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), মুকুল রায় (Mukul Roy), সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায় সহ আরও অনেক নেতৃবৃন্দ। হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন এই সভায়। রাজ্য জুড়ে সিএএ, এনআরসি নিয়ে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণাকে দূর করতে কলকাতায় (Kolkata) সভা করেতে আসেন অমিত শাহ। বিভিন্ন রাজ্য থেকে বিজেপি বাহিনী এসে যোগ দিয়েছিল এই অনুষ্ঠানে। প্রশাসনের তরফ থেকে সম্মতি নিয়েই এই সভার আয়োজন করা হয়েছিল। অমিত শাহ বলেছিলেন, ‘আমাদের ৫ বছর সময় দিন। আমরা সোনার বাংলা গড়ে দেব’।

শহর (Kolkata) থেকে অমিত শাহ(Amit Shah) যেতে না যেতেই বিজেপি কর্মীর বিরুদ্ধে তৃণমুলের এই মামলা ক্ষতিয়ে দেখবে গেরুয়া বাহিনী। তারা ঘটনার বিবরণ শুনে ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এই রাজ্যে সব সময়ই রাজনীতির সমস্যা লেগেই থাকে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর