ওঁরা নাটক করতে এসেছিল, করে চলে গেছে, বাসুদেবের মেয়ের ডিএড করিয়ে দিচ্ছে তৃণমূলঃ অনুব্রত মণ্ডল

বাংলাহান্ট ডেস্কঃ বোলপুরের বাউল শিল্পী বাসুদেব দাস বাউল (basudeb das baul), যার বাড়িতেই গত রবিবার মধ্যাহ্ন ভোজ সেরেছিলেন বিজেপির চাণক্য তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। এবার তাঁর দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল (Anubrata Mondal) জানালেন, বাসুদেব দাস বাউলের মেয়ের ডিএড পড়ার ব্যবস্থা করে দিচ্ছে তৃণমূল।

   

বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ
শুক্রবার রাতেই দুদিনের বাংলা সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবারের সফরে ঠাসা কর্মসূচীর মধ্যে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেছিলেন। এরপর রবিবার বিশ্বভারতীতে কর্মসূচি সেরে, বোলপুরে মেগা রোড শোয়ে যোগ দেওয়ার  আগে, শ্যামবাটিতে গিয়ে বাউল বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছিলেন অমিত শাহ।

সেখানে গিয়ে বাউলের গলায় গান শুনে, আলুপোস্ত, বেগুনভাজা, স্যালাড, চাটনি আহার গ্রহণ করে, পরবর্তীতে তাঁকে ট্যুইটে করে অনেক ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বাংলা ছাড়ার পর পরই সেই বাসুদেব দাস বাউলের বাড়িতে গিয়ে তাঁর মেয়ের পড়াশুনার দায়িত্ব নিল তৃণমূল।

বাউলের মেয়ের পড়াশুনার দায়িত্ব নিল তৃণমূল
এবিষয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল জানিয়েছেন, ‘অমিত শাহ ওনার বাড়িতে বসে খাওয়া দাওয়া করে যাওয়ার পরও ওঁরা ওনাকে কিছুই বলতে পারেননি। ওঁরা তো নাটক করতে এসেছিল, করে চলে গেছে। কিন্তু আমরা জানতে পেরেছি ওঁরা মেয়ে ডিএড করতে চায়, খরচ প্রায় দেড় লক্ষ টাকা, যা ওঁর পক্ষে খরচ করা সম্ভব না। তাই আমার শিক্ষা সেলের দায়িত্বে থাকা প্রলয় ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে, ডিএড করিয়ে দেওয়ার কথা বলেছি’।

কেউ সাহায্য করেনি
আবার এপ্রসঙ্গে শিল্পী বাসুদেব দাস বাউল বলেছেন, ‘বাড়িতে আমরা রেশনের চাল খেলেও, অমিত শাহ জির জন্য মিনিকেট চাল এনেছিলাম। ভেবেছিলাম ওনাকে বলব, আমার মেয়ে এমএ করার পর এখন টাকার অভাবে ডিএড করতে পারছে না। কিন্তু তা আর বলা হয়ে ওঠেনি। ওনারা খাওয়ার পর চলে গেছেন, কোনরকম সাহায্য বা যোগাযোগও কেউ আর করেনি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর