বিজেপি নেতা খুনের মামলায় মমতা ব্যানার্জীর নির্বাচনী এজেন্টকে তলব CBI-র

বাংলা হান্ট ডেস্কঃ ভোট পরবর্তী হিংসার তদন্তে এবার তলব করা হল নন্দীগ্রামের তৃণমূল নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে। ভোটের ফলাফল প্রকাশের পর এক বিজেপি নেতার খুনের ঘটনার তদন্তে ওনাকে তলব করেছে সিবিআই।

   

২ মে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল। এরপরই বিজেপির নেতা দেবব্রত মাইতি খুন হন। বিজেপি নেতার খুনে তৃণমূলের দিকে অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। আর এবার সেই অভিযোগের ভিত্তিতেই শেখ সুফিয়ানকে ডেকে পাঠাল সিবিআই। এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্টই না, শেখ সুফিয়ান পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের সভাধিপতিও। ডাকাবুকো তৃণমূল নেতাকে সিবিআই তলবের পর একদিকে যেমন আশঙ্কার মেঘ ঘনাচ্ছে ঘাসফুল শিবিরে, তেমনই অন্যদিকে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার সম্ভাবনাও দেখা দিয়েছে।

উল্লেখ্য, এই মাসের প্রথমের দিকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিজেপি নেতা দেবব্রত মাইতির খুনের তদন্তে নন্দীগ্রামে গিয়েছিল। সেখানে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চালানোর পর এবার শেখ সুফিয়ানকে ডেকে পাঠাল সিবিআই। জানা গিয়েছে যে, বুধবার কেন্দ্রীয় গোয়েন্দাদের মুখোমুখি হবেন সুফিয়ান। সকাল ১১ টা নাগাদ ওনাকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

ভোটের ফল প্রকাশ্যে আশার একদিন পর ৩ মে নন্দীগ্রামের চিল্লায় দেবব্রত মাইতিকে মারধর করার অভিযোগ ওঠে। এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন ১৩ মে তাঁর মৃত্যু হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর