মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ জন্মবার্ষিকীতে একটি সম্প্রতি পদযাত্রা করলো তৃণমূল

সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ জন্ম জয়ন্তীতে দেশজুড়ে পালিত হচ্ছে নানা অনুষ্ঠান সহ পদযাত্রা। একদিকে বিজেপি নেতৃত্ব করছে, গান্ধী সংকল্প যাত্রা। আর অন্যদিকে তৃনমূল নেতৃত্ব করছে গান্ধীর সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী একটি সম্প্রতি পদযাত্রা।এদেশের রাজনীতিতে এখনও যে কতটা প্রাসঙ্গিক তারই যেন প্রমাণ মিলল তাঁর জন্ম জয়ন্তীতে। জন্মের ১৫০ তম বছরে মহাত্মাকে নিয়ে দড়ি টানাটানিতে জড়াল বিজেপি ও তৃনমূল কংগ্রেস দুই শিবিরই।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই পদযাত্রায় যেমন বীরভূমে বিজেপি নেতৃত্ব সামিল হয়েছে তেমনি সামিল হয়েছে তৃনমূল নেতৃত্ব।আজ অর্থাৎ মঙ্গলবার বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের প্রায় কয়েক হাজার তৃনমূল কর্মী পাঁচশোয়া শিমুলিয়া মোড় থেকে এই পদযাত্রায় সমিল হয়। প্রায় ২ কিলোমিটার গিয়ে এই পদযাত্রাটি শেষ হয়। উপস্থিত ছিলেন স্থানীয় তৃনমূল নেতৃত্ব। এই পদযাত্রায় বিজেপি সহ NRC-র বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

দেখুন ভিডিও…….

এই সম্প্রতি পদযাত্রা থেকে বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের তৃনমূল নেতা বাপ্পা চৌধুরী বলেন,“মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই সম্প্রতি পদযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে। আর বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে গোটা বীরভূম জেলা জুড়ে হচ্ছে।”

সম্পর্কিত খবর