করোনা নিয়ে চীনকে আক্রমন করলেন ট্রাম্প, কুং ফ্লু’ আখ্যা দিয়ে করলেন কটাক্ষ

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বব্যাপী করোনাভাইরাস (COVID-19) ছড়িয়ে দেওয়ার জন্য ফের চিনকে (China) অভিযুক্ত করলেন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। উহানের ল্যাব থেকে জৈব এই ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়েছে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে এমন অভিযোগও তুলা হয়েছে। এবার যখন বিশ্ব ধীরে ধীরে আনলকের পথে যাচ্ছে, তখন ফের একবার সংক্রমণ নিয়ে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট।

নোবেল করোনা ভাইরাসকে কুং ফ্লু বলে তোপ দাগলেন এক নির্বাচনী জনসভায়। বিশ্বব্যাপী প্রায় ৮৭ লক্ষ মানুষ সংক্রমিত। তার মধ্যেই চলতি বছর নভেম্বরে মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন। এই দুয়ের সন্ধিক্ষণে মার্কিন প্রেসিডেন্টের ফের করোনা নিয়ে সরব হওয়ায়, অন্য গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল।

এর আগে একাধিকবার মধ্য চিনের উহান প্রদেশ থেকে ডিসেম্বর মাসে উদ্ভূত করোনা ভাইরাসের জন্য চিনকে দোষারোপ করেছেন। পাশাপাশি বেজিং করোনা ভাইরাস নিয়ে তথ্যগোপন করেছে এমন অভিযোগ তোলা হয়েছে। উহান থেকে শুরু হওয়ার জন্য একাধিকবার ‘উহান ভাইরাস’ নামেও পরিচিত হয়েছে আমেরিকার তরফে।

আমেরিকায় করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাবের পরে শনিবার ওকলাহোমার তুলসায় প্রথম নির্বাচনী সমাবেশে ট্রাম্প ভাষণে বলেন, “কোভিড-১৯ একটি রোগ এবং ইতিহাসে যে কোনও রোগের চেয়ে অনেক বেশি এর নাম রয়েছে। আমি নাম বলতে পারি – কুং ফ্লু। আমি ১৯টি বিভিন্ন সংস্করণের নাম বলতে পারি। অনেকে এটিকে ভাইরাস বলে, অনেকে এটিকে ফ্লু বলে থাকেন। কী পার্থক্য আছে? আমি মনে করি আমাদের কাছে ১৯-২০টি নামের সংস্করণ আছে।” কুং ফু চাইনিজ মার্শাল আর্টকে বোঝায়। যেখানে লড়াইয়ের জন্য কেবল খালি হাত ও পা ব্যবহার করা হয়।

জন হপকিন্স করোনা ভাইরাস রিসোর্স কেন্দ্রের রিপোর্টে উল্লেখ, মার্কিন মুলুকে প্রায় আড়াই লক্ষ সংক্রমিত। মৃত প্রায় এক লক্ষ ২০ হাজার। এদিকে চলতি বছর মার্কিন মুলুকে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ভাইস-প্রেসিডেন্ট ছিলেন বিডেন।

জন হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের মতে, সারা বিশ্বে ৮.৫ মিলিয়নেরও বেশি লোককে সংক্রমিত করেছে করোনাভাইরাস এবং ৪ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অ্যামেরিকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ২.২ মিলিয়নেরও বেশি লোক করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হজার মানুষের।

সম্পর্কিত খবর