কলেজে ভর্তিতে জালিয়াতি করেছিল ট্রাম্প, অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় আমেরিকার সোশ্যাল মিডিয়া

বাংলাহান্ট ডেস্কঃ মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald trump) নামে উঠে এল জোচ্চুরির অভিযোগ! আমেরিকায় তৈরি হচ্ছে নির্বাচনের আবহ। তার মধ্যেই ট্রাম্পের নামে এমন অভিযোগ। এই তাও আবার কলেজের অ্যাডমিশন পরীক্ষা নিয়ে।

   

যা নিয়ে সরব হয়েছেন ট্রাম্প বিরোধীরা৷ কলেজের ভর্তি পরীক্ষায় চিটিং! অন্যকে টাকা দিয়ে নিজের নামে পরীক্ষা দিয়েছিলেন ট্রাম্প, ভাইঝির বইতে চাঞ্চল্য…মেরি ট্রাম্প বইতে দাবি করেছেন যে প্রসিডেন্ট ট্রাম্প কারচুপি করে কলেজের ভর্তি পরীক্ষায় পাশ করেছিলেন! আদতে ট্রাম্প নিজে পরীক্ষাই দেননি।

তাঁর হয়ে পরীক্ষা দিয়েছিলেন অন্য কেউ! হাইস্কুলে তখন পড়ছেন ট্রাম্প। আমেরিকার অন্যতম সেরা কলেজে পড়তে চান তিনি। সেই জন্য কলেজের অ্যাডমিশনের যে পরীক্ষা হয় সেই  SAT পরীক্ষায় প্রয়োজন ছিল ভাল নম্বরের। তবে তার জন্য দু’নম্বরি এক পন্থা নিলেন ট্রাম্প।

এমনই অভিযোগ করেছেন তাঁর ভাইঝি মেরি ট্রাম্প। সম্প্রতি মেরির লেখা বই টু মাচ অ্যান্ড নেভার এনাফ হাও মাই ফ্যামিলি ক্রিয়েটেড ওয়ার্ল্ডস মোস্ট ডেনজারাস ম্যান (Too Much and Never Enough: How My Family Created the World’s Most Dangerous Man) নিয়ে জোর চর্চা চলছে। বইটি প্রকাশিত হবে ১৪ জুলাই। সেই বইতে ডোনাল্ড ট্রাম্পের বিষয় এমনই লিখছেন মেরি।

বইতে ট্রাম্পের কীর্তিকলাপ নিয়ে আরও অনেক কিছু লিখেছেন মেরি, যার জেরে প্রকাশের আগে থেকেই তাঁর বইয়ের চাহিদা তুঙ্গে। বইটিতে তিনিই দাবি করেছেন যে কলেজের ভর্তি পরীক্ষায় ভাল নম্বর পেতে ট্রাম্প অন্যকে টাকা দিয়েছিলেন, নিজের নামে সেই পরীক্ষা দেওয়ার জন্য! কারণ তিনি নাকি বুঝতে পেরেছিলেন যে নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে যে নম্বর প্রয়োজন, তা তিনি নিজে পাবেন না।

তাই ‘চিটিং’-এর পথ বেছেছিলেন ডোনাল্ড ট্রাম্প, বিস্ফোরক অভিযোগ ভাইঝি মেরির। আমেরিকার অন্যতম সেরা ইউনিভার্সিটি অব পেনিসিলভেনিয়ার ওর্টান বিজনেস স্কুলে পড়েছিলেন ট্রাম্প। তবে সেই সেরা প্রতিষ্ঠানে কীভাবে ভর্তি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট তাই নিয়ে কোনও রকম মুখ খোলেনি হোয়াইট হাউজ। তাদের বক্তব্য পরিবারের সঙ্গে প্রশাসনের কোনও যোগ নেই। তবে এটা বলা হয় যে, মেরি ট্রাম্প ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হলেও, ডোনাল্ড ট্রাম্প তাঁর রোগী নন!

সম্পর্কিত খবর