আমেরিকাকে উল্টোপাল্টা বলত সুলেমানি, কতদিন আর সহ্য করব! তাই মেরে ফেলেছিঃ ট্রাম্প

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার (America) রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইরানের জেনারেল কাসিম সুলেমানির (qasim sulaimani) হত্যার এবার একটা নতুন বয়ান দিলেন। রিপাবলিকান পার্টিকে চাঁদা দেওয়া একটি সংগঠনের সামনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন ইরানের জেনারেলের উপর হামলার আগে আমেরিকাকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করত। আর এই কারণে সুলেমানিকে মারার নির্দেশ দেওয়া হয়েছে।

আমেরিকার মিডিয়া সিএনএন ট্রাম্পের পার্টির জন্য ফান্ড দেওয়া এক ব্যাক্তির বয়ানের পরিপেক্ষিতে বলে, ট্রাম্প ভাষণে বলেছেন যে, আমরা আর কতদিন কাসিম সুলেমানি সহ্য করব? ট্রাম্প হোয়াইট হাউস থেকে হামলার সম্পূর্ণ দৃশ্য দেখেছিলেন। উনি ফ্লোরিডার পাল্ম বিচ একটি ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে এটি বলেছিলেন।

ইরানি রেভ্যুলশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান কাসিম সুলেমানিকে আমেরিকা তিন জানুয়ারি ড্রোন হামলা করে হত্যা করেছিল। সুলেমানি তখন কনভয়ের সাথে বাগদাদে ছিলেন। ইরান এর জবাবে আল-আসাদ আর ইবরিলে দুটি আমেরিকার সৈন্য ঠিকানায় ২২ মিসাইল দিয়ে হামলা চালায়। আর এরপর দুই দেশের মধ্যে যুদ্ধ হওয়া আশঙ্কা ওঠে। যদিও, আমেরিকা পরে ধৈজ্য ধরে আর যুদ্ধের আশঙ্কা কমজোর হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর