নাগরিকত্ব সংশোধনী বিলের পাল্টা দিল আমেরিকা, এবার ভারতের সংখ্যালঘুদের অধিকার রক্ষার ডাক দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলা হান্ট ডেস্ক : ভারতের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে এবার নাগরিকত্ব সংশোধনী বিলের পাল্টা দিচ্ছে আমেরিকা। ভারতের সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য ডাক দিল মার্কিন প্রশাসন। তাই তো ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান ও আইনের আওতায় সমান আচরনের দিকে নজর রেখেভারতের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য ভারতে অনুোরধ জানাল আমেরিকা। আসলে রাজ্যসভা ও লোকসভায় বিরোধিতার সত্ত্বেও ভোটাভুটিতে পাশ করেছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিপুল সংখ্যক ভোট পেয়েছে তার ওপরে রাষ্ট্রপতির অনুমোদনও পাওয়া হয়েছে তাই আর চিন্তা নেই। আইন প্রনয়ন হচ্ছেই।

কিন্তু এতেই চিন্তায় পড়েছে দেশের অহিন্দু সম্প্রদায়গুলি।কারণ, এই বিল ও আইনের মাধ্যে আফগানিস্থান, পাকিস্তান ও বংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে। অথচ বিলে স্থান নেই মুসিলম দের। আর তাতেই ক্ষিপ্ত গোটা দেশের বিভিন্ রাজ্য। তাই মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে নাগরিকত্ব সংশোধনী বিলের দিকে নজর রাখার কথা জানানো হয়েছে। একইসঙ্গে আইন অনুযায়ী সকলের সমানাধিকারের কথা মাথায় রেখে নাগরিকত্ব সংশোধনী বিল উন্নয়নের বিষয়ে নজর রাখার কথা জানান।

অন্যদিকে দেশ জুড়ে শুধুই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদের ঝড়। যেহেতু আইন প্রনয়ন হয়েছে তাই নিজেদের অধিকার রক্ষার যেন একপক্ষ লড়াই শুরু হয়েছে। একদিকে অসম, ত্রিপুরা, অন্যদিকে আবার মেঘালয়। সর্বত্রই জারি হয়েছে কার্ফু। যদিও অসমের দুটি জায়গায় কার্ফু সাময়িক ভাবে তুলে নেওয়া হয়েছে। কিন্তু মেঘালয়ে কার্ফু জারি অব্যাহত। বুধবার নাগরিকত্ব বিল রাজ্যসভায় পাশ হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল।

পাশাপাশি বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়েছিল। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটে আশার বানী শুনিয়েছিলেন। কিন্তু তাতেও শান্ত হয়নি।  আর এরই মধ্যে বিক্ষোভকারীদের নিশানায় রয়েছে বিজেপি নেতারা।যেহেতু বিজেপি সরকারের নেতৃত্বে দেশে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে তাই বিক্ষোভকারীরা বিজেপি নেতাদের টার্গেট করেছে বলেই শোনা যাচ্ছে।

সম্পর্কিত খবর