পাকিস্তানের সীমান্ত সন্ত্রাস নিয়ে বিরক্ত আমেরিকা, দিল ধমকের সুর!

 

বাংলা হান্ট ডেস্ক : অরণ্যবাসী আদিম মানুষের যুদ্ধ ছিল প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে। হিংস্র জীবজন্তুর বিরুদ্ধে। যুদ্ধ মানে তাদের কাছে ছিল বেঁচে থাকার লড়াই। আধুনিক মানুষ যুদ্ধে অর্থ বলে অন্যকে পর্যদুস্ত করতে সক্রিয় হয়েছে বেশি আর এর প্রকৃত উদাহরণ হল পাকিস্তান।

স্বার্থপরতা যখন মানুষকে মনুষ্যহীন করে তোলে যখন মানুষের চেতনাকে গ্রাস করে তখনই যুদ্ধের পরিবেশ তৈরি হয়। আর পাকিস্তানের মধ্যে এর সমস্ত গুণাবলী বর্তমান। এর আগে একাধিক ইস্যুতে তুর্কী ও পাকিস্তান একসাথে হলেও সন্ত্রাসবাদ ইস্যুতে আমেরিকা রাশিয়া রাষ্ট্রের প্রথম সারির দেশগুলোর পাকিস্তানকে ব্যাকলাইট দেখিয়েছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ভারত যখন আন্তর্জাতিক ইশুতে বারবার করে পাকিস্তানের কাঠগোড়ায় দাঁড় করিয়েছে।

আমেরিকা মধ্যস্থতার কথা বললেও আবার ঢোক গিলতে হয়েছে ভারতের আধিপত্যের কাছে। আর আমেরিকায় বলছে পাকিস্তানকে কিভাবে সম্ভব সাহায্য করার কারণ পাকিস্তান তো লাগাতার সীমান্ত উত্তেজনা বাড়িয়ে রাখছে ভারতের সাথে। একদিকে আলোচনা অন্যদিকে সন্ত্রাসবাদকে পরোক্ষ মদত দেওয়া দুটোই কিন্তু একসাথে চলতে পারে না বলে তাদের মতামত। তাইতো এক বিবৃতিতে আমেরিকা জানিয়েছে “কার্যকরী দ্বিপাক্ষিক আলোচনা জন্য দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলা গড়ে দরকার এবং এক্ষেত্রে আন্তঃসীমান্ত সন্ত্রাসে জড়িত গোষ্ঠীগুলিকে যেভাবে পাকিস্তান সমর্থন জুগিয়ে যাচ্ছে সেটাই বৈঠকের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে” ।

সম্পর্কিত খবর