করোনার তথ্য গোপন করার জন্য পরিণাম ভুগতে হবে! চীনকে কড়া হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইশারায় বুঝিয়ে দিলেন যে করোনা ভাইরাস নিয়ে WHO আর আন্তর্জাতিক গোষ্ঠী গুলোকে ভুল তথ্য দেওয়ার জন্য চিনকে (China) পরিণাম ভুগতে হবে। এই সংক্রমণ চিনের বুহান শহর থেকে ছড়ানো শুরু হয় আর এই সংক্রমণে এখন গোটা বিশ্বের ১,১৯,৬৬৬ জনের প্রাণ নিয়ে নিয়েছে। এবং ২০ লক্ষ মানুষ এখনো এই ভাইরাসে আক্রান্ত।

হোয়াইট হাউসে সোমবার একটি সংবাদ সন্মেলনে একজন সাংবাদিক যখন বারবার ট্রাম্পকে প্রশ্ন করেন যে, চিন এর জন্য কেন কোন পরিণাম ভুগছে না? তখন সেই সাংবাদিকের জবাবে ট্রাম্প বলেন, ‘আপনি কি করে জানলেন যে, এটার কোন পরিণাম ভুগছে না চিন?” এই ব্যাপারে বারবার প্রশ্ন করার পর ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে বলব না। চিন জেনে যাবে। আমি আপনাকে কেন বলব।”

চিনের বিরুদ্ধে আমেরিকার সাংসদদের মন্তব্যের মধ্যে ট্রাম্প বলেন, ‘আপনারা জানতে পেরে যাবেন।” সেনেটর স্টিভ ডেন্স ট্রাম্পকে চিঠি লিখে আবেদন করেছেন যে, আমেরিকার সরকার চিনের থেকে চিকিৎসার উপকরণের উপর নির্ভর যেন না করে। রিপাবলিকান পার্টির চার সাংসদেরাও চিনের নির্ভরতা কম করার জন্য সোমবার একটি বিল পেশ করেছিল।

এরমধ্যে ট্রাম্প এটাও বলেন যে, দেশের লকডাউন খোলার জন্য যোজনা বানাচ্ছেন। করোনা ভাইরাসের মহামারীর কারণে আমেরিকায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কিছু দিশা নির্দেশ জারি করা আছে। এই ঘাতক ভাইরাসের কারণে দেশের ৯৫ শতাংশের বেশি মানুষ প্রভাবিত।

ট্রাম্প বলেন, ‘আমি আমার টিম আর শীর্ষ বিশেষজ্ঞদের সাথে এই ব্যাপারে আলোচনা করছি আর দেশকে আবারও খোলার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। আর আমরা আশা করছি যে, এটা নির্ধারিত সময়ের আগেই হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ।” উল্লেখ্য, আমেরিকায় মঙ্গলবার এই ভাইরাসের কারণে কমপক্ষে ১৩৩৪ জনের প্রাণ গেছে আর ২৪ হাজার ৮৯৫ টি নতুন মামলা সামনে এসেছে। গোটা দেশে এখনো পর্যন্ত ৫.৮ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছে আর ২৩ হাজার ৩৫২ জনের প্রাণ গেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর