তুলসী পাতার গুন জানুন, শরীরের নানা ব্যবহারে কাজে লাগান

প্রাচীন কাল থেকেই আমরা শুনে আসছি তুলসী পাতার অনেক উপকার। তুলসি পাতা দিয়ে অনেক সমস্যা নিরাময় করা যায়। তুলসী পাতার রস সকালে খালি পেটে খেলে খুব উপকার হয়। তুলসী পাতা খেলে মধু দিয়ে কাশি কম হয়।

   

গলা ব্যাথা কম হয়। মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী খুবই উপকারী। এর বিশেষ উপাদান মাংসপেশির খিঁচুনি রোধ করতে সহায়তা করে।ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস ও এসেন্সিয়াল অয়েলগুলো অ্যান্টিঅক্সিডেন্টের হিসেবে কাজ করে।

আর বয়সজনিত সমস্যাগুলো কমায়। তুলসী পাতার রস দিয়ে অনেক কঠিন রোগ নিরাময় হয়। পোকা কামড়ে দিলে সেখানে তুলসী পাতার রস লাগিয়ে রাখলে পোকার কামড়ের ব্যথা ও জ্বালা কমে যায়।

স্মরণশক্তি বাড়ানোর জন্য বেশ উপকারী। তুলসী পাতার রস দিয়ে চামড়ার অনেক রোগ সেরে যায়। এটি শ্বাসনালী থেকে শ্লেষ্মাঘটিত সমস্যা দূর করে।

সম্পর্কিত খবর