তুরস্ক ভূমিকম্পে মৃত ৩৫০-র বেশি মানুষ! ইতালিতে সুনামির আশঙ্কা, শোক প্রকাশ মোদীর

বাংলা হান্ট ডেস্কঃ তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার দুটি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত এবং বহু ভবন ধ্বংস হয়। তুরস্ক এবং সিরিয়ায় ৩৬০ জনের উপরে মানুষের মৃত্যু নিশ্চিত হয়েছে। ব্যাপক উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

দুই দেশেই অনেক বাড়ি ধসে গিয়েছে, যার ধ্বংসাবশেষে অনেক মানুষ আটকাও পড়ে রয়েছে। আরেকদিকে ইতালিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ শহর।

তুরস্কে ভূমিকম্পে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন যে, ভারত তুরস্কের জনগণের পাশে আছে এবং এই ট্র্যাজেডি মোকাবেলায় সম্ভাব্য সমস্ত সহায়তা দিতে প্রস্তুত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গাজিয়ানটেপ থেকে প্রায় ৩৩ কিলোমিটার (২০ মাইল) এবং নুরদাগি শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার (১৬ মাইল) দূরে। এটি ১৮ কিলোমিটার (১১ মাইল) গভীরতায় কেন্দ্রীভূত ছিল। কম্পন অনুভূত হয়েছে সিরিয়া পর্যন্ত। কম্পন এতটাই শক্তিশালী ছিল যে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, ভূমিকম্পের কারণে অনেক হতাহতের সম্ভাবনা রয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান টুইটারে বলেছেন, ভূমিকম্প কবলিত এলাকায় তৎক্ষণাৎ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আশা করি যে আমরা একসাথে এই বিপর্যয়টি দ্রুততম সময়ে এবং সর্বনিম্ন ক্ষতি সহ কাটিয়ে উঠব।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর