কাশ্মীর নিয়ে পাকিস্তানের পক্ষ নেওয়া তুর্কিও চেয়ে বসলো ভারতের কাছে সাহায্য

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) যখন কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের তকমা শেষ করে দিয়েছিল, তখন তুর্কি (Turkey) আর মালয়েশিয়ার (Malaysia) মতো দেশগুলো পাকিস্তানের (Pakistan) পক্ষ নিয়ে ভারতের বিরোধিতা করেছিল। এবার এখন যখন গোটা বিশ্ব করোনা মহামারীর কারণে বিপর্যস্ত তখন এই পাকিস্তান সমর্থক দেশ গুলো ভারতের দিকে চেয়ে আছে। এদের এখন ভারতের কাছে প্রধান চাওয়া হল, অ্যান্টি ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন।

   

এই ওষুধ সুপার পাওয়ার ওষুধ আমেরিকা থেকে শুরু করে ব্রাজিল পর্যন্ত ভারতের কাছে চেয়েছে। এবার সেই তালিকায় পাকিস্তানও নিজের নাম লিখিয়েছে। শুধু পাকিস্তানই না, পাকিস্তান পন্থী মুসলিম প্রধান দেশ মালয়েশিয়া আর তুরস্কও এই তালিকায় নাম লিখিয়েছে।

ভারত সম্প্রতি ১৩ টি দেশে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছে। প্রাথমিক পর্যায়ে ভারত জানিয়েছে যে নেপাল, ভূটান আর বাংলাদেশকে প্রয়োজনীয় ওষুধ পাঠানো হবে, কারণ এই প্রতিবেশী দেশ গুলো ওষুধের জন্য সম্পূর্ণ ভাবে ভারতের উপর নির্ভরশীল। দক্ষিণ এশিয়ার সহযোগ সংগঠন (সার্ক) এর সদস্য দেশ সমেত গোটা বিশ্বের মোট ৩০ টি দেশ ভারতের কাছ থেকে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা তোলার দাবি জানিয়েছে।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া এবং ভারতে নাগরিকতা আইন নিয়ে মালয়েশিয়া আর তুর্কি ভারতের তীব্র আলোচনা করেছিল। ভারতের নীতির সমালোচনা করে এই দেশ গুলো পাকিস্তানের সঙ্গ দিয়েছিল, আর সেই কারণে ভারতের সাথে এই দেশ গুলোর সম্পর্ক খারাপ হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার তুর্কি আর মালেয়শিয়া ভারতের কাছে করোনার চিকিৎসার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর অনুরোধ করেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর