‘অনুরাগের ছোঁয়া’য় বড় আপডেট! এই টালমাটাল পরিস্থিতিতেইর সূর্যের জীবনে হাজির নতুন নায়িকা

বাংলা হান্ট ডেস্ক : এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত সবচেয়ে পুরনো মেগা সিরিয়াল একটাই, তা হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। একটা সময় লাগাতার টিআরপি তালিকায় লাগাতার শীর্ষস্থান দখল করেই বেঙ্গল টপার  হয়ে উঠেছিল এই মেগা (Anurager Chhowa)। পর্দার সূর্য-দীপা (Surjo-Deepa) জুটির  রসায়নে আজও বুঁদ হয়ে থাকেন বাংলা সিরিয়ালের দর্শকরা। এক ঝাঁক নতুন সিরিয়ালের ভিড়েও আজও দর্শকদের কাছে নতুনের মত সূর্য-দীপার রোম্যান্স।

 ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) সূর্যের জীবনে আসছে নতুন নায়িকা

তবে শুধু নায়ক-নায়িকাই নয় এই ধারাবাহিকে দর্শকদের পছন্দের আরও একাধিক চরিত্র রয়েছে। সময়ের সাথে সাথে সূর্য-দীপার  জীবনে এসেছে একের পর এক নতুন মোড়। কিন্তু সবসময় একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছে তাঁরা। তবে শুধু সূর্য-দীপাই নয়  এই সিরিয়ালের দর্শকদের প্রাণ তাঁদের  দুই যমজ মেয়ে সোনা-রুপা। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, বড়সড় লীপ নিতে চলেছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। 

যার ফলে বড় হয়ে যাবে সোনা রুপা। কিন্তু ইদানিং যেভাবে অনুরাগের ছোঁয়ার গল্প এগিয়ে চলেছে তা দেখে ধারাবাহিক লীপ নেওয়ার কোন সম্ভাবনা নেই বলেই মনে করছেন দর্শক। উল্টে টেলিপাড়া  সূত্রে খবর এই ধারাবাহিকের প্রধান নায়ক সূর্যের জীবনে আসতে চলেছে আরও এক নতুন নায়িকা।সিরিয়ালের প্লট অনুযায়ী বর্তমানে দেখা যাচ্ছে দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে আসলেও এখনও পর্যন্ত তারা কোনো খোঁজ পাচ্ছে না রুপার।

 আরও পড়ুন : ‘আর পারছি না …’, প্রথম সিরিয়ালের শুটিং ফ্লোরে কেন কাঁদতেন রণিতা?

ইতিমধ্যেই দর্শক দেখেছেন গণেশ পুজোর দিন এক জাগ্রত মন্দিরে গিয়েছে দীপা। সেখানে গিয়েই দীপা সংকেত পেয়েছে রুপা তার আশেপাশেই আছে। কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়েও তারা খুঁজে পায়নি রুপাকে। অন্যদিকে ধারাবাহিকে সোনা ক্রমশ বাবা মায়ের থেকে দূরে সরে যাচ্ছে। আচমকা  সোনার এমন ব্যবহার দেখে অবাক দর্শক। এরই মধ্যে অনুরাগের ছোঁয়া নিয়ে এসে গেল আরও এক বড় আপডেট।

Anurager Chhowa

জানা যাচ্ছে, আগামী দিনে এই ধারাবাহিকে সূর্যের নায়িকা হয়ে আসছেন আরো একজন অভিনেত্রী। তিনি হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী তথা খলনায়িকা অলিভিয়া সরকার (Alivia Sarkar)। তবে এই সিরিয়ালে তাঁর চরিত্রটি নেগেটিভ নয় বরং পজেটিভ হতে চলেছে। তাই দর্শকরা নিশ্চিন্তে থাকুন এই নতুন নায়িকা এসে সূর্য-দীপার সম্পর্কে কোন ভাঙন  ধরাবে না। আর  একথা এক প্রকার নিশ্চিত।  প্রসঙ্গত অলিভিয়াকে শেষবার টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছিল জি বাংলার ‘রাঙা বউ’ সিরিয়ালে। প্রসঙ্গত সেখানেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন অলিভিয়া। 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর