‘নিম ফুলের মধু’তে আসছেন নতুন নায়িকা! মাথায় হাত পর্ণা ভক্তদের

বাংলা হান্ট ডেস্ক: এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি মেগা সিরিয়াল হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকে প্রধান নায়িকা পর্ণার (Parna) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। আর তাঁর বিপরীতে প্রধান নায়ক সৃজনের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস।

‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালে পূর্বাশা রায়

বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে এখন পর্দার সৃজন-পর্ণার জুটি এখন দারুন হিট। একেবারে শুরু থেকেই মধ্যবিত্ত বাঙালি পরিবারের বাস্তব চিত্রই  নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ধারাবাহিকে। তাই বরাবরই  এই ধারাবাহিকটি  মন জিতে নিয়েছে বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের।

যার স্পষ্ট ছাপ লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকাতে। প্রসঙ্গত নিম ফুলের মধু এমনই একটি ধারাবাহিক, যা কখনই একঘেয়ে ট্র্যাক দেখায় না। তাই একটা ট্রাক শেষ হওয়ার সাথে সাথেই ধারাবাহিকে আসেন নতুন মোড়। আর সেইসাথে এই সিরিয়ালের নতুন ট্রাকের হাত ধরে আসে নতুন চরিত্র।

আরও পড়ুন: টেকেনি জিতের সাথে সম্পর্ক, অবাক করবে কারণ! ৭ বছর প্রেম করে নিসপালকে বিয়ে করেন কোয়েল

এবার তেমনই জনপ্রিয়তার দিক দিয়ে এই ধারাবাহিকের পর্ণা  চরিত্রটিকে টেক্কা দিতে আসছে আরও একটি নতুন চরিত্র।আসলে এখানে কথা হচ্ছে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পূর্বাশা রায়কে নিয়ে। যার ফলে আগামী দিনে এই ধারাবাহিকে পূর্বাশা চরিত্রকে কেন্দ্র করে দর্শক দেখতে চলেছেন নানা মজার ঘটনা।

Neem

জানা যাচ্ছে ‘দত্ত বাড়ি’র পাশাপাশি এবার ‘মিত্র বাড়ি’র বৌমার চরিত্রে অভিনয় করবেন পূর্বাশা। এই চরিত্র নিয়ে অভিনেত্রী নিজেও দারুন উৎসাহিত। এই ধারাবাহিকের আগে ‘বাংলা মিডিয়াম’, ‘তোমাদের রানীর’-র মতো হিট মেগা সিরিয়ালে অভিনয় করেছেন পূর্বাশা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর