টিভি দেখার সুযোগ মিলবে অনলাইনে,টাটা স্কাই পা রাখছে ওয়েব দুনিয়ায়

বাংলা হান্ট ডেস্ক : এবার টাটা স্কাই এর হাত ধরে ওয়েব দুনিয়ায় এল ভারতের অন্যতম জনপ্রিয় ডিটিএইচ পরিষেবা।এখন থেকে টাটা স্কাইয়ের গ্রাহকেরা নিজেদের কম্পিউটারে বিনামূল্যে টিভি দেখার সুযোগ পাবেন। টাটা স্কাই অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা এখন থেকে নিজেদের মোবাইল ফোনে পছন্দের চ্যানেল এবং শো দেখার সুযোগ পাবে।

এছাড়া সুযোগ মিলবে আরও নিজের কম্পিউটারের ক্ষেত্রে। জানা যাচ্ছে গ্রাহকেরা নিজেদের পার্সোনাল কম্পিউটারে লাইভ টিভি দেখার সুযোগ পাবে। টাটা স্কাই ওয়েব নামে যা চালু করা হয়েছে।তবে এই সুবিধা পেতে হলে গ্রাহককে প্রথমে টাটা স্কাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

thomson b9 pro 32m3277 original imaf637gjtzxhhzhএরপর আসবে বিভিন্ন ধরনের অপশন গ্রাহকদের কাছে যেমন- হোম, লাইভ টিভি, অন ডিমান্ড, ওয়াচলিস্ট ও মাই বক্স। গ্রাহকদের প্রথমেই লগ ইন বাটনের মাধ্যমে সাইটে লগ ইন করতে হবে নিজেদের নথিভুক্ত মোবাইল নম্বর দিয়ে বা টাটা স্কাই পাসওয়ার্ড দিয়ে।লগ ইন করার পর গ্রাহককে লাইভ টিভি অপশনে যেতে হবে। যেখানে  লাইভ টিভি এবং লাইভ শো ছাড়াও মুভি দেখার সুযোগ পাওয়া যাবে।গ্ৰাহকেরা এখন এই সুবিধা উপভোগ করার অপেক্ষায়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর