অক্ষয়ের মধ‍্যে কি আছে যা তিন খানের মধ‍্যে নেই? টুইঙ্কলের উত্তর শুনে লজ্জায় মুখ ঢাকলেন অক্ষয়!

বাংলাহান্ট ডেস্ক: প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কল খান্নার (twinkle khanna) ‘হিউমর সেন্স’এর ব্যাপারে কে না জানেন?  যেকোনও বিষয়ে মজার মাধ্যমে নিজের মতামতটা স্পষ্ট করতে তাঁর জুড়ি নেই। স্বামী অক্ষয়ও (akshay kumar) একইরকম। যাকে বলে ‘মেড ফর ইচ আদার’।

Mr Khiladi Mrs Funnybones Akshay Kumar Twinkle Khanna
বহুবারই টুইঙ্কলের ‘হিউমর সেন্স’ প্রকাশ পেয়েছে তাঁর নানা কথায়। সম্প্রতি একটি পুরোনো ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। এটা সেই সময়কার ভিডিও যখন অক্ষয় এবং টুইঙ্কল করন জোহরের টক শোতে গিয়েছিলেন। সেই শোয়েরই কিছু দৃশ‍্য নিয়ে তৈরি এই মজার ভিডিওতে।
ভিডিওতে শোনা যায় করন টুইঙ্কলকে জিজ্ঞাসা করছেন, খানদের মধ‍্যে কি নেই যা অক্ষয়ের মধ‍্যে রয়েছে। উত্তরে টুইঙ্কল বলেন, কিছু বেশি ইঞ্চি। তাঁর এমন উত্তর শুনে লজ্জায় লাল হয়ে যান অক্ষয়। অপরদিকে হতবাক হয়ে যায় করনও। টুইঙ্কল সঙ্গে সঙ্গে বলেন, তিনি উচ্চতার কথা বলতে চাইছিলেন।
ফের করন যখন প্রশ্ন করেন, শাহরুখ, সলমন ও আমিরের মধ‍্যে কোন খান টুইঙ্কলের প্রিয়। অভিনেত্রীও সঙ্গে সঙ্গে উত্তর দেন, ফাওয়াদ খানের কথা কেন বললেন না তিনি। এই ভিডিও ফের একবার নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন টুইঙ্কল। সেখানে উত্তর দিয়েছেন করন জোহরও।

https://www.instagram.com/p/CAfIML2jO6D/?igshid=tons3fd0j5gf

 

ভিডিওটি পোস্ট করতেই ফের ভাইরাল হয়েছে। ৭ লক্ষের ওপর ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওতে। প্রসঙ্গত, লকডাউনে ছেলে, মেয়ের সঙ্গেই সময় কাটাচ্ছেন অক্ষয় ও টুইঙ্কল। কিছুদিন আগেই মেয়ের করা মেকআপের ছবি শেয়ার করেছিলেন টুইঙ্কল।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর