সোশ্যাল মিডিয়ায় বিশ্রামরত নার্সের ছবি ভাইরাল, কাহিনী শুনে চোখের জল ধরে রাখা দায়

বাংলা হান্ট ডেস্কঃ দেশ করোনা ভাইরাসের (Coronavirus) সঙ্গে লড়ছে। করোনার সংক্রমণ ভারতে এখন হুহু করে বেড়ে চলেছে। আর একবছর পর আরও একবার দেশের ডাক্তার, নার্সদের চাপ আবারও বাড়ছে। আর এরই মধ্যে টুইটারে এক নার্সের ছবি ভাইরাল হচ্ছে, যা দেখে নেটাগরিকরা নিজেদের আবেগ ধরে রাখতে পারছে না।

   

বন্দনা মহাজনের নামের একজন টুইটার ব্যবহারকারী ক্লান্ত হয়ে বিশ্রাম করা এক নার্সের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার করোনা হয়েছিল, আমি ৬ দিন হাসপাতালে ভর্তি ছিলাম। এই ছবি এখন আমার সঙ্গেই থাকবে। যারা এই টুইটটি দেখছেন অথবা পড়ছেন, তাঁরা জেনে নিন যে এরাও মানুষ। একজন মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে আমি এদের সাহাজ্য করতে তো পারব না। কিন্তু এদের পাশে দাঁড়াতে পারব।”

বন্দনা আরও লেখেন, ‘আমি একজন নার্সকে ওনার ডিউটি নিয়ে জিজ্ঞাসা করি। তখন, তিনি বলেন যখন থেকে দেশে কোভিড শুরু হয়েছে তখন থেকে আমি এই কাজে আছি। আমার একটা ছেলে আছে, সে আমার মা-বাবার সঙ্গে থাকে। কোভিডের প্রথমের দিকে সে হোস্টেলে থাকত।”

বন্দনা আরও লেখেন, ‘নার্স আমাকে আরও জানান যে, আমার স্বামী গলফ কান্ট্রিতে কাজ করে। চার বছর পর উনি বাড়ি ফিরছেন। আমি ওনাকে বিমানবন্দর থেকে রিসিভ করতে যেতাম, কিন্তু পারিনি।” বন্দনার এই ছবি আর তাঁর লেখা পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দেখুন বন্দনা আরও কী কী লিখেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর