ফের বেইজ্জত পাকিস্তান! মোদীকে স্বাগত জানাতে বিছানো হল রেড কার্পেট, আর ইমরানের জন্য শুধু ডোর ম্যাট!

বাংলা হান্ট ডেস্কঃ ফের আন্তর্জাতিক মঞ্চে বেইজ্জত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ দুই দেশের রাষ্ট্র প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রে হাজির হয়েছে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেক্সাসের হিউস্টনে ‘Howdy Mody” অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, আরেকদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্র সঙ্ঘের মহাসভায় পাকিস্তানের পক্ষে কথা বলার জন্য আমেরিকায় পা রেখেছেন। আর দুই দেশের রাষ্ট্রপ্রধানের মার্কিন যুক্তরাষ্ট্রে অভ্যর্থনার ছবিই বলে দিচ্ছে ফারাকটা ঠিক কোথায়!

মাস খানেক আগেও আমেরিকা সফরে গেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশে আর্থিক সমস্যা থাকার জন্য প্রাইভেট বিমান যোগার না করতে পেরে সার্বজনীন বিমানে আমেরিকায় গেছিলেন তিনি। এমনকি সেখানে গিয়ে কোন হোটেলে না থেকে, পাক রাজদূতের আবাসে ছিলেন তিনি। গতবার আমেরিকায় অবতরণের পর ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য কোন আমেরিকার বিশিষ্ট নেতা হাজির ছিলেন না। শেষে তিনি মেট্রো করে পাক রাজদূতের আবাসে গেছিলেন। ওনার এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বিদ্রুপ করা হয়েছিল। অনেকেই বলেছিলেন যে, পাকিস্তানে তো কোনদিনও মেট্রো হবেনা! তাই বিদেশে গিয়েই মেট্রোর স্বাদ নিচ্ছেন পাক প্রধানমন্ত্রী।

এই ঘটনার একমাস কেটে যাওয়ার পর আবারও বেইজ্জত পাক প্রধানমন্ত্রী। আজও বিমান বন্দরে ওনাকে রিসিভ করার জন্য আমেরিকার কোন রাজনেতা উপস্থিত ছিলেন না। ওনাকে আমেরিকার স্বাগত জানান রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা ও আন্তর্জাতিক বিষয়ক ডিরেকটর ক্রিস্টোফার অলসন ও মার্কিন রাষ্ট্রদূত কিনিথ জাস্টার ও অন্যান্য আধিকারিকরা। তাঁর হাতে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান মার্কিন আধিকারিক।

বিমান বন্দরে নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য বিছানো হয়েছিল সুবিশাল রেড কার্পেট। আরেকদিকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিমান বন্দরে স্বাগত জানানোর জন্য ছিল শুধুমাত্র ডোর ম্যাট। আর সম্প্রতি ঘটে যাওয়া এই দুটি কাণ্ড নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় ইমরান খানকে নিয়ে ট্রল করা শুরু করেছে ইউজাররা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর