স্টেরয়েড দেওয়া ক্রিমের বিরুদ্ধে দীর্ঘ লড়াই, বিশেষ আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হচ্ছেন এই দুই বাঙালি চিকিৎসক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বাজারচলতি ফর্সা হওয়ার ক্রিমেই লুকিয়ে বিপদ। এই ক্রিম ব্যবহার করে অনেকেরই ত্বকে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। এই ক্রিমের বিরুদ্ধে বহুদিন আগেই প্রতিবাদ শুরু করেছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ডার্মাটোলজি, ভেনারোলজি, লেপ্রোলজি। ফর্সা হওয়ার জন্য ফাঁদে পা না দিতে একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়েছিল। আর এবার বিশেষজ্ঞদের (Doctor) এই লড়াইকে কুর্নিশ জানাতেই প্রদান করা হচ্ছে এক আন্তর্জাতিক সম্মান।

দুই বাঙালি চিকিৎসককে (Doctor) সম্মান প্রদান

স্টেরয়েড থাকা ক্রিমের ব্যবহারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে যাচ্ছে ওই বিশেষজ্ঞ দল। রাজ্য সরকারকে চিঠি দেওয়ার পাশাপাশি গড়ে তোলা হয়েছে জনমত। জনসচেতনতা বাড়াতে চলেছে প্রচার। এই লড়াইয়ের জেরেই ২০১৭-১৮ সাল থেকে উল্লেখযোগ্য ভাবে কমতে থাকে ফর্সা হওয়ার ক্রিমের রমরমা। বিশেষজ্ঞদের (Doctor) এই লড়াইকে মান্যতা দিতে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস (ইউকে) ত্বক রোগ বিশেষজ্ঞদের হাতে তুলে দেবে এক্সেলেন্স ইন পেশেন্ট কেয়ার অ্যাওয়ার্ড ২০২৫।

Two bengali doctor being awarded for fight against steroid cream

কারা পাচ্ছেন পুরস্কার: উল্লেখ্য, যাঁরা এই পুরস্কার পাচ্ছেন তাঁদের মধ্যে রয়েছেন দুই বাঙালি, যাঁরা দেশের বাইরেও দেশের মুখ উজ্জ্বল করছেন। তাঁরা হলেন ডা. কৌশিক লাহিড়ী এবার ডা. অরিজিৎ কুণ্ডু। এছাড়াও পুরস্কার পাচ্ছেন ডা. আবির সারস্বত, ডা. শ্যাম বর্মা, রাজীব শর্মারা। আগামী ১০ ই জুলাই তুলে দেওয়া হবে এই পুরস্কার।

আরো পড়ুন : সফট পর্ন চক্রে ধৃত শ্বেতার সঙ্গে অরূপ-রাজীবের ছবি! ডোমজুড় কাণ্ডে নয়া মোড়

কী বিপদ স্টেরয়েড ক্রিমে: জানা গিয়েছে, এই পুরস্কারের জন্য বাছাই বছরের পর্বের সময় বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খ নজর দিতে হয়েছে। এর আগেও আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি থেকে পুরস্কৃত হয়েছেন ডা. কৌশিক লাহিড়ী। প্রথমে বিশেষজ্ঞদের উপস্থিত হতে হয় জুরি কমিটির সামনে। একাধিক প্রশ্নের মধ্যে দিতে হয় মানুষকে।

আরো পড়ুন : মন গলল অবশেষে, নাকি সবটাই প্রচার গিমিক? পরেশের মন্তব্যে উসকাল ‘হেরা ফেরি’ বিতর্ক

প্রসঙ্গত, ডা. কৌশিক লাহিড়ী জানান, বাজার চলতি অধিকাংশ ফর্সা হওয়ার ক্রিমেই রয়েছে স্টেরয়েড, যা ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। স্টেরয়েডের লাগামছাড়া ব্যবহারে ত্বকের প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। কারোর মুখে পোড়া ক্ষতের সৃষ্টি হয়, কারোর আবার হরমোনের গণ্ডগোল হতেও দেখা গিয়েছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।