প্রাণের ঝুঁকি নিয়ে গাছ থেকে বিড়াল উদ্ধার দুই যুবকের, তুমুল ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
এই ভাইরাল ভিডিওর দৌলতেই রাতারাতি বিখ‍্যাত হয়ে যায় বহু মানুষ। কেউ গেয়ে আবার কেউ নেচে, নানা প্রতিভা দেখিয়ে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন উদাহরণ রয়েছে প্রচুর। সম্প্রতি এমনই আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায় যেখানে দেখা গিয়েছে এক মর্মস্পর্শী দৃশ‍্য। গাছে উঠে আটকে পড়া একটি বিড়ালকে প্রাণের ঝুঁকি নিয়ে নীচে নামান দুই যুবক।

IMG 20200524 210031
ভিডিওতে দেখা গিয়েছে একটি নারকেল গাছের মাথায় কোনও ভাবে চড়ে বসেছে এক বিড়াল। কিন্তু তারপরে আর কিছুতেই নামতে পারছে না। এই কাণ্ড চোখে পড়ে ওই গাছটির পাশের বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা দুই যুবকের‍। সঙ্গে সঙ্গেই কর্তব‍্য স্থির করে ফেলে তারা।
একজনের সহায়তায় অপরজন চড়ে বসে সেই নারকেল গাছের মাথায়। তারপর খুব সাবধানে বিড়ালটিকে উদ্ধার করে দিয়ে দেয় ছাদে দাঁড়িয়ে থাকা অপর যুবকের কাছে। শেষে নিজে নেমে আসে। পুরো বিষয়টাতেই তার প্রাণের ঝুঁকি ছিল। কিন্তু তা পরোয়া না করেই বিড়ালটিকে বাঁচাতে এগিয়ে যান এই যুবকরা।

https://www.facebook.com/VoiceForTheVoicelessBurdwan/videos/2978076238928603/

 

অবশ‍্য যারা এই ভিডিও রেকর্ড করেছে তারা সকলেই সমানে উৎসাহ যুগিয়ে গিয়েছেন ওই যুবককে। সেই সঙ্গে বারংবার সাবধান হওয়ার কথাও বলেছেন। এই ভিডিও এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। এই সময় যখন সকলে নিজেকে নিয়েই ব‍্যস্ত তখন এই যুবকদের কাজের প্রশংসা করেছে নেটদুনিয়া।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর