রাস্তার মধ্যে চলছিল ঝগড়া, পুলিশের গুলিতে মৃত্যু দুই ভাইয়ের

বাংলাহান্ট ডেস্ক :উত্তর ২৪ পরগনার আমডাঙায়(Amdanga) লকডাউনে রাস্তায় বেরিয়ে ঝগড়া থামাতে গিয়ে মৃত্যু হয়ে দুই ভাইয়ের। দুই ভাইয়ের ঝগড়া লেগেই থাকতো। শুক্রবার রাতে এই বিবাদ চরমে ওঠে আরো হাতাহাতিতে পৌঁছায়। আমডাঙার তেঁতুলিয়ায় বাসিন্দা সুমন্ত মণ্ডল ও অরূপ মণ্ডলকে ঠেকাতে গিয়ে এলোপাথাড়ি গুলি চালান এক পুলিসকর্মী।সন্তোষ পাত্র নামে ওই পুলিশের গুলিতে তিনজন বিদ্ধ হন। মৃত্যু হয় দুই ভাইয়ের। অপরজন হাসপাতালে চিকিত্সাধীন তার অবস্থা আশঙ্কাজনক। আরো বাকি দুই জন সুমন্ত মণ্ডল ও অরূপ মণ্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তাদের মৃত বলে জানানো হয়ে।

   

বিজেপি সাংসদ অর্জুন সিংকে বাঁধা দেয় পুলিশ 

এরপরে শনিবার সকালে বিজেপি সাংসদ অর্জুন সিং এলাকায় ঢুকতে গেলে পুলিস বাধা দেয়। আর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি অর্জুন সিং গ্রামবাসীদের সাহায্যে গ্রামে ঢোকেন ।ইতিমধ্যেই তদন্তে নেমেছে আমডাঙ্গা থানার পুলিস। কিন্তু অভিযুক্ত ওই পুলিশ কর্মী গতকাল রাতে থেকে পলাতক তাকে খুঁজে বার করার চেষ্টা চলছে। এই ঘটনায় এখনো অশান্ত ওই এলাকা। রাস্তা ঘাট শুনশান, নেই লোক। এলাকায় টহল দিচ্ছে পুলিস এবং ৱ্যাফ ।

শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে অর্জুন সিং 

তবে অর্জুন সিং এই ঘটনায় ওই মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন । অর্জুন সিং বলেন এই প্রসঙ্গে বলেন “পুলিস আবার আমাকে ঢুকতে বাধা দিচ্ছে। অভিযুক্তকে তাড়াতাড়ি গ্রেফতার করা দরকার । “

সম্পর্কিত খবর