দুই ভারতীয় এখন শাসন করছে ইংরেজদের দেশ ব্রিটেন, গর্বিত ভারতবাসীঃ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা

বাংলাহান্ট ডেস্কঃ ব্রিটেনের শাসনভারের দায়িত্বে রয়েছেন এখন দুই ভারতীয় (Indian)। ইংরেজদের দেশ চালাচ্ছে দুই ভারতীয় বংশোদ্ভুত। এই দৃশ্য দেখে ভারতীয়রা আপ্লুত। করোনা ভাইরাসের (COVID-19) ফলে সংকটময়য় পরিস্থিতিতেও ভারতীয়দের বুক গর্বে ভরে উঠেছে এই দুই ভারতীয়র জন্য।

ব্রিটিশদের শাসনকালে ভারতীয়দের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল। ভারতীয়রা তখন তা মুখ বুজে সহ্য করে দেশ স্বাধীনের অপেক্ষা করছিল। তবে দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও এখন ব্রিটেনের শাসনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দুই ভারতীয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন। অন্যদিকে প্রিন্স অফ ওয়েলস প্রিন্স উইলিয়ামস এবং রানী এলিজাবেথও রয়েছেন আইসোলেশনে।

এই পরিস্থিতিতে ব্রিটেনের নাগরিকদের দায়িত্ব সামলাচ্ছেন ৩৯ বছর বয়সের ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনক এবং স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল। আবার ঋষি সুনক ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের চেয়ারম্যান এন আর নারায়ণমূর্তির জামাই। তবে প্রীতি প্যাটেলের কাজের দায়িত্বের পরিমাণ বেশি থাকলেও, ঋষি সুনকেরও রয়েছে কিন্তু বেশ অনেক দায়িত্ব। বর্তমানে দুই ভারতীয়ের কথায় চলছে ব্রিটেনের সমস্ত নাগরিক।

ব্রিটেনের শাসন ব্যবস্থার দুটি স্তরই সামলাচ্ছেন তাঁরা। অনেক ভারতীয়দের মধ্যে ব্রিটিশরা যেভাবে ভারতীয়দের উপর অত্যাচার করেছে, তাঁর ফল এখন তাঁদের ভোগ করতে হচ্ছে। ব্রিটিশদের শাসন করা ২০০ বছরের কিছুটা হলেও এবার ফেরত আসবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর