মুখতার আনসারি গ্যাংয়ের দুই শার্প শুটারকে এনকাউন্টারে নিকেশ করল যোগীর পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ প্রয়াগরাজে উত্তর প্রদেশের টাস্ক ফোর্সের সঙ্গে হওয়া এনকাউন্টারে দুই কুখ্যাত দুষ্কৃতী নিকেশ হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার রাতে প্রয়াগরাজের অরেহ এলাকায় দুই দুষ্কৃতীকে নিকেশ করেছে ইউপি টাস্ক ফোর্স। এনকাউন্টারের পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পিস্তল আর ৯ এমএম-এর গুলি উদ্ধার করেছে। ইউপির কুখ্যাত মাফিয়া মুখতার আনসারি আর মুন্না বজরঙ্গি দলের সদস্য ছিল নিহত দুষ্কৃতীরা।

STF জানায়, উকিল পাণ্ডে আর আমজাদ নামের এই দুই দুষ্কৃতী ভদোহির বাসিন্দা। এঁরা দুজনে রাঁচির জেলের জেল সুপারের হত্যার সুপারি নিয়েছিল। এর পাশাপাশি মুখতার আনসারির নির্দেশ মতো ২০১৩ সালে বারাণসীর তৎকালীন ডেপুটি জেলার অনিল কুমার ত্যাগির হত্যা করেছিল এঁরা।

উত্তর প্রদেশ পুলিশ দ্বারা দেওয়া তথ্য অনুযায়ী, মৃত দুই দুষ্কৃতী মুখতার আনসারি আর মুন্না বজরঙ্গি গ্যাংয়ের শার্প শুটার ছিল। উকিল পাণ্ডে নামের দুষ্কৃতীর উপর ৫০ হাজার টাকার পুরস্কারও ছিল। দুজনেই বর্তমানে দিলীপ মিশ্রা নামের এক দুষ্কৃতীর হয়ে কাজ করত।

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর