বড় খবরঃ জম্মু কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্করের দুই জঙ্গি

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) অনন্তনাগে (Anantnag) হওয়া এনকাউন্টারে (Encounter) ভারতীয় সেনার (Indian Army) জওয়ানরা লস্করের দুই জঙ্গিকে (Terrorist) খতম করেছে। মৃত জঙ্গিদের কাছ থেকে অনেক হাতিয়ার আর বিস্ফোটক উদ্ধার করা হয়েছে। মৃত জঙ্গির নাম নাভিদ ভট আর ইয়াসিন ভট। এই দুজনের কাছ থেকে এক-৪৭ বন্দুকও উদ্ধার করা হয়েছে।

এর আগে বুধবার ১৯ ফেব্রুয়ারি পুলওয়ামার হওয়া একটি এনকাউন্টারে তিন জঙ্গিকে খতম করেছিল সেনা। পুলঈয়ামার অবন্তীপোরা এলাকায় মঙ্গলবার রাতে এনকাউন্টার শুরু হয়ছিল। মৃত জঙ্গিদের মধ্যে কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী কম্যান্ডার ও ছিল।

ওই তিন জঙ্গিদের পরিচয় জাহাঙ্গির রফিক ওয়ানি, রাজা উমর মকবুল ভট আর আহমেদ ভট রুপে হয়েছিল।। পুলিশের বিশেষ টিম জঙ্গিদের নিয়ে গোপন তথ্য পেয়ে অবন্তীপোরায় অভিযান শুরু করেছিল।

পুলিশ আর ভারতীয় সেনার একটি সংযুক্ত টিম এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে। এরপর জঙ্গিরা তাঁদের উপর গুলি চালায়, সেনা আর পুলিশের টিমও সেই গুলির যোগ্য জবাব দেয়। সেনার পাল্ট হানায় খতম হয় তিন জঙ্গি। তাঁদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর