কাশ্মীরে সেনার হাতে খতম ২ জঙ্গি, এখনও চলছে অপারেশন

বাংলাহান্ট ডেস্কঃ আবারও গুলির শব্দে কেঁপে উঠল ভূস্বর্গ। শনিবার কুলগাম (Kulgam) জেলার ওয়ানপোরা এলাকায় শুরু হয় এনকাউন্টার। বাহিনী ও জঙ্গিদের মধ্যে চলছে গুলির লড়াই। এখন পর্যন্ত জানা গিয়েছে, সেনার হাতে গুলিতে খতম হয়েছে ২ জঙ্গি

জানা গিয়েছে, আর্মি, জম্মু কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশ ও সিআরপিএফ একত্রে এই এই অপারেশন চালাচ্ছে।এখনও সার্চ অপারেশন চালাচ্ছে বাহিনী। চলতি মাসেই শ্রীনগরের (Srinagar)  কানেমাজার নাওয়াকাডাল এলাকায় চলেছিল সেনা জঙ্গি এনকাউন্টার। এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করে বাহিনী। সেনাকে দেখতে পায়েই গুলি চালায় বাহিনী। পালটা দেয় বাহিনীও। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিএসএনএল পোস্টপেইড ছাড়া মোবাইল ইন্টারনেট এবং মোবাইল ফোনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

তাঁর আগে চলতি মাসের প্রথম দিকে জম্মু কাশ্মীরের অবন্তীপোরার শারশালি এলাকায় চলেছিল এনকাউন্টার। জম্মু কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী একসঙ্গে এই যৌথ অভিযান চালায়। বাহিনীকে দেখতে পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করা মাত্রই সেনাও পালটা জবাব দেয়। সেই গুলিতে নিকেশ হয় এক জঙ্গি। এপ্রিলের শেষের দিকে জম্মু কাশ্মীরের সোপিয়ানে সারা রাত ধরে এনকাউন্টার চালাল ভারতীয় সেনা। সেই অভিযানে নিকেশ করা হয় দুই জঙ্গিকে। সেনার ৫৫ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, সোপিয়ান পুলিশ ও সিআরপিএফের যৌথ উদ্যোগে চলে ওই অভিযান।

সম্পর্কিত খবর