স্বস্তি মেলেনি সুপ্রিম কোর্ট থেকেও! অবশেষে পদত্যাগ দিল্লির উপমুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার পদত্যাগ করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন। সিসোদিয়া কথিত আবগারি কেলেঙ্কারির অভিযোগে পাঁচ দিনের CBI রিমান্ডে রয়েছেন, এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ইতিমধ্যেই আর্থিক তছরুপের মামলায় কারাগারে রয়েছেন। সূত্রের খবর, মণীশ সিসোদিয়ার কিছু বিভাগ পরিবহণমন্ত্রী কৈলাশ গেহলট পরিচালনা করবেন। একই সঙ্গে রাজকুমার আনন্দকেও কিছু বিভাগের দায়িত্ব দেওয়া হবে।

রবিবার মণীশ সিসোদিয়াকে CBI গ্রেপ্তার করেছিল এবং সোমবার আদালতে হাজির হয়ে পাঁচ দিনের রিমান্ড পেতে সক্ষম হয়েছিল। সিবিআইয়ের এই পদক্ষেপের বিরুদ্ধে মঙ্গলবার সিসোদিয়া সুপ্রিম কোর্টে গেলেও সেখান থেকে স্বস্তি পাননি। আদালত তাকে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেয়।

বিচারপতি পিএস নরসিমাহ বলেছেন যে, বিষয়টি দিল্লিতে থাকার অর্থ এই নয় যে আপনি সরাসরি সুপ্রিম কোর্টে চলে আসবেন। তিনি বলেন যে, উপমুখ্যমন্ত্রী সিসোদিয়ার কাছে তার জামিনের বিষয়ে অনেক বিকল্প রয়েছে। তাকে দিল্লি হাইকোর্টে যেতে হবে। এ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে পারি না।

অন্যদিকে, সূত্রের খবর, সুপ্রিম কোর্টের পরামর্শে আম আদমি পার্টি এখন বিষয়টি হাইকোর্টে নিয়ে যাবে। AAP বলেছে, আমরা আদালতকে সম্মান করি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর