বাংলাহান্ট ডেস্ক : নতুন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের কাণ্ডকারখানায় ক্রমে তীব্র হচ্ছে সমালোচনা। গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে প্রয়োজনে দেখতে এসে এবার পুলিশের হাতে গ্রেফতার হলেন আরো দুজন। কী অপরাধ ছিল তাঁদের? গ্রেফতারির কারণটা শুনলে বিশ্বাস করতে ইচ্ছা হবে না।
চিন্ময় কৃষ্ণের পর বাংলাদেশে (Bangladesh) গ্রেফতার আরো ২
রাষ্ট্রদোহিতার অভিযোগে বাংলাদেশে (Bangladesh) গ্রেফতার হয়েছেন হিন্দু সন্ন্যাসী তথা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর গ্রেফতারির পর বাংলাদেশে (Bangladesh) ইসকন নিষিদ্ধ করার দাবি খারিজ করা হলেও জামিন নামঞ্জুর হয়েছে চিন্ময় কৃষ্ণের। চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে তাঁকে। সেখানেই শুক্রবার দেখা করতে গিয়েছিলেন দুজন ভক্ত।
কেন গ্রেফতার হলেন তাঁরা: জেলবন্দি চিন্ময় কৃষ্ণকে প্রয়োজনীয় ওষুধ এবং প্রসাদ দিতেই তাঁরা গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। কিন্তু তাঁরা যেতেই চট্টগ্রাম (Bangladesh) কেন্দ্রীয় কারাগারের জেলার সুপার খবর দেন স্থানীয় কোতোয়ালী থানায়। তারপরেই পুলিশ এসে গ্রেফতার করে ওই দুজনকে। উল্লেখ্য, এর আগেই জেলের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে খাবার খেতে না দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার ওষুধ দিতে এসে গ্রেফতার হলেন তাঁর দুই ভক্তও।
আরো পড়ুন : ভরদুপুরে হিন্দুদের ওপর ভয়াবহ হামলা, ভাঙচুর মন্দির-দোকান, চরম উত্তেজনা বাংলাদেশে
সরকারের সমালোচনায় মুখর সকলে: এদিকে অদ্ভূত বিষয় হল, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই দুজনকে গ্রেফতারির কারণ কী সেটাও প্রকাশ করা হয়নি পুলিশের তরফে। এদিকে ইউনূস সরকারের এমন স্বেচ্ছাচারী মনোভাবের তীব্র সমালোচনা শুরু হয়েছে সব মহলে।
আরো পড়ুন : নায়কের মুখে গা গোলানো দুর্গন্ধ! চুম্বন দৃশ্য করেই অসুস্থ হয়ে পড়েন বিপাশা
প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পরেই ফের বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের উপরে অত্যাচারের একের পর এক ঘটনা প্রকাশ্যে এসেছে। চট্টগ্রাম, রংপুর এর মতো বেশ কিছু জায়গায় মন্দির ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। আন্তর্জাতিক মহলেও বিতর্কের মুখে পড়েছে ইউনূস সরকার।