বোর্ডের নামে মিথ্যা বলে কঠিন শাস্তির মুখে ভারতের জাতীয় দলের দুই ক্রিকেটার।

সবেমাত্র দেশের জার্সিতে অভিষেক ঘটেছে শিবম দুবের। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দেশের জার্সিতে অভিষেক ঘটেছে তার। এরই মধ্যে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে মিথ্যা কথা বলার মতো গুরুতর অভিযোগ উঠল শিবম দুবের বিরুদ্ধে। সেই সাথে একই অভিযোগ উঠেছে উপর এক তরুণ ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ারের বিরুদ্ধেও। জানা গিয়েছে অভিযোগ প্রমাণিত হলে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে কঠিন শাস্তি যোগ্য ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

   

রঞ্জি ট্রফির ম্যাচে মুম্বাই কে 10 উইকেটে হারিয়ে দিয়েছে রেলওয়েশ। আর তারপরই মুম্বাই ক্রিকেট মহলে সমালোচনা শুরু হয়ে গিয়েছে, বর্তমান ক্রিকেটার থেকে প্রাক্তন ক্রিকেটার সকলেই মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি ভারতীয় দলের প্রাপ্তন ক্রিকেটার বিনোদ কম্বলি পর্যন্ত মুম্বাইয়ের এই হতাশাজনক পারফরম্যান্সে দুঃখিত। তারপরেই তিনি প্রশ্ন তুলেছেন মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে কেন খেললেন না শ্রেয়স আইয়ার এবং শিবম দুবে?

শ্রেয়স আইয়ার এবং শিবম দুবে এই দুজন ভারতীয় ক্রিকেটার সবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলেছেন এরপরেই শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের রাখা রয়েছে দু’জনকেই। তাই তারা মুম্বাই ক্রিকেট বোর্ডকে বলেছিলেন বলেছিলেন যে পরপর সিরিজ থাকার কারণে ভারতীয় বোর্ডের তরফ থেকে তাদের দুজনকে বিশ্রাম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মুম্বাই ক্রিকেট কর্তারা জাতীয় দলে নির্বাচকদের সাথে কথা বলে জানতে পারেন যে বোর্ডের তরফ থেকে এই দুই ক্রিকেটারকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। তারা নিজেদের বিশ্রামের জন্য মিথ্যা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নাম দিয়েছিলেন। আর এই খবর জানাজানি হওয়ার পরে মুম্বাই ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে এই ব্যাপারে আলোচনায় বসবে মুম্বাই ক্রিকেট কর্তারা এবং এইভাবে মিথ্যা কথা বলার কারণে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর