22 অক্টোবর দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট ডাকল দুটি সংগঠন

বাংলা হান্ট ডেস্ক : ব্যাঙ্ক সংযুক্তিকরণের জন্য আবারও বড়সড় ধর্মঘট ডাকতে চলেছে ব্যাঙ্ক সংগঠন৷ 26-27 সেপ্টেম্বরের পর 22 অক্টোবর তারিখে দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট ডাকছে দুটি ইউনিয়ন৷ প্রধানমন্ত্রী প্রথম জমানা থেকেই দশটি ব্যাংককে সংযুক্ত করে চারটি ব্যাংক গড়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি৷ তাই এবার অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া যৌথভাবে এসবের মধ্যেই ধর্মঘট ডেকেছে৷ চলতি বছরের বাজেট পেশ করার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে ব্যাঙ্ক সংযুক্তিকরণের বিষয়টিতে আরও জোর দেওয়া হয়৷bank strike jabalpur pti 1

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন দেশের দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে সংযুক্ত করে চারটি বড় ব্যাঙ্ক গড়ে তোলার কথা ঘোষণা করেন৷ তার পর থেকেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে ব্যাংক কর্মচারীদের মধ্যে৷ এই দশটি ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে একদিকে ইন্ডিয়ান ব্যাঙ্ক মিশে যাবে এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে অন্য দিকে পিএনবি ওবিসি ইউনাইটেড ব্যাঙ্ক মিশে যাবে একসাথে এ ক্ষেত্রে মাদার ব্যাংক হবেই পিএনবি৷ অন্যদিকে আবার ইউনিয়ন ব্যাংক অন্ধ্র ব্যাংক এবং কর্পোরেট ব্যাংক মিশে এক হয়ে যাবে৷ এর ফলে এক দিকে যেমন কর্মচারীদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে অন্য দিকে মূল ব্যাঙ্কগুলির কাজের চাপ আরও বেড়ে যাবে৷

তাই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যেই চারটি অফিসার ইউনিয়ন 26-27 সেপ্টেম্বর তারিখে সংযুক্তিকরণ বন্ধ করা ব্যাংকিং সেক্টরের সংস্কার বন্ধ করা ঋণ আদায়ের ব্যবস্থা করা এ ছাড়াও গ্রাহকদের নানা ভাবে জরিমানা না নেওয়া এবং চাকরির নিরাপত্তাহীনতায় যাতে কর্মচারীদের না ভুগতে হয় সেই দাবিতে দু দিনের ধর্মঘট দেখার পর আবারও 22 অক্টোবর তারিখে ধর্মঘট করবে বলেই জানানো হয়েছে ব্যাংক ইউনিয়নের তরফ থেকে৷

সম্পর্কিত খবর