ভূমিকম্প চীনে,আহত শতাধিক

বাংলা হান্ট ডেস্ক: সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিট নাগাদ চীনের সিচুয়ান প্রদেশের চ্যাংনিং অঞ্চলে প্রবল ভূমিকম্প অনূভূত হয়।

প্রায় ৩০ মিনিটের ব্যবধানে চিনে দুবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.২। দুটি ভূমিকম্পের গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে নিহত হয়েছেন প্রায় ১২ জন, আহত শতাধিক। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

চীন কর্তৃপক্ষ জানায় ভূমিকম্পের ফলে চার হাজারের বেশি লোককে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। ভূমিকম্পের ফলে অনেক বাড়ি-ঘর ও রাস্তাঘাটে ফাটল দেখা দিয়েছে। চীনের জরুরী ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানান,ভূমিকম্পে আক্রান্ত এলাকায় দুই হাজারেরও বেশি উদ্ধারকর্মী তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য চালাচ্ছে।

সম্পর্কিত খবর