এবার উবের নিয়ে এলো হেলিকপ্টার পরিষেবা

 

   

বাংলা হান্ট ডেস্ক: এবার উবারের নতুন সংযোজন হেলিকপ্টার পরিষেবা। ৯ই জুন নিউইয়র্ক সিটিতে শুধু প্লাটিনাম ও ডায়মন্ড সদস্যরা এ সেবার জন্য রিজার্ভেশন করতে পারবেন। এই মুহূর্তে সব গ্রাহকের জন্য উন্মুক্ত করা হচ্ছে না এই পরিষেবা।

 

প্রযুক্তি সাইট সিনেটের খবর অনুযায়ী, লোয়ার ম্যানহাটন থেকে কুইন্স এর জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ ৮ মিনিটের মধ্যে ফ্লাইট পরিষেবা দেবে ওভার কপ্টার।

উবার এলিভেট প্রধান এরিক অ্যালিসন বলেন,
“এলিভেট অভিজ্ঞতার প্রথম বাস্তত প্রদর্শনী হবে উবার কপ্টারের মাধ্যমে। আমাদের কাছে এই সেবার বিভিন্ন দিক তুলে ধরতে এবং বাস্তব জগতের অভিজ্ঞতা দিতে আমরা বানিয়েছি,যাতে উবার এয়ারের ভিত্তি ঠিকমতো বসানো যায়।

অ্যাপ এর মাধ্যমে এই সেবার জন্য বুকিং দেওয়া যাবে সর্বোচ্চ পাঁচ জন যাত্রীর জন্য পাঁচ দিন পর্যন্ত এই হেলিকপ্টার ভাড়া করা যাবে। সিট রিজার্ভ করার পর গ্রাহক কে নিশ্চিত করার জন্য ইমেইল পাঠানো হবে যে বোর্ডিং পাস হিসেবেও কাজ করবে। সোম থেকে শুক্র ব্যস্ততম সময়ে এই সেবা পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে।

উবার এলিভেট এর পন্য প্রধান নিখিল গোয়েল বলেন,একজন যাত্রীর গড় ভাড়া পড়বে ২০০ থেকে ২৫০ মার্কিন ডলার।২০২৩ সালের মধ্যে হেলিকপ্টার শেয়ারিং সেবা চালু করার লক্ষ্যে এগোচ্ছে উবার সংস্থা।এই সেবা আনতে হেলি ফ্লাইট নামের হেলিকপ্টার ভাড়ার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে উবার।

সম্পর্কিত খবর